REALME A1 য়ের রিটেল বক্স দেখা গেছে

Updated on 04-Jul-2019
HIGHLIGHTS

ফোনের রিটেল বক্স অনলাইনে দেখা গেছে

ফোনটিতে 4200mAh য়ের ব্যাটারি থাকবে

2018 সালের রিয়েলমির নতুন ফোন Realme A1 য়ের বিষয়ে জানা গেছিল যে এই ফোনটি Realme 3 র সঙ্গে লঞ্চ করা হবে। আর এর পরে এই ফোনের বিষয়ে আর তেমন কিছু জানা জায়নি আর এবার এই ফোনের রিটেল বক্স অনলাইনে দেখে গেছে।

ডিভাইসের বক্সে ডিভাইসের বিষয়ে আর কিছু জানা জায়নি তবে এটা জানা গেছে যে এই ডিভাইসটির ওপর কাজ করা হচ্ছে। আর এর আগের রিপোর্ট অনুসারে Realme A1 ফোনটি Realme U1 আর রিয়েলমি 2 য়ের মাঝামাঝি ডিভাইস হিসাবে আনা হবে।

 

Realme A1 ফোনটিতে ওয়াটার ড্রপ নচ, ডুয়াল রেয়ার ক্যামেরা,1.8Ghz অক্টা কোর প্রসেসার 2GB/3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আর 4200mAh য়ের ব্যাটারি থাকতে পার। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড পাই নির্ভর কালার OS 6 য়ে কাজ করবে।

আর এর সঙ্গে যদি একবার Relame U1 ফোনটির বিষয়ে দেখা হয় তবে এই ফোনে একটি 6.3 ইঞ্চির ফুল HD+ রেজিলিউশান থাকবে আর এটি 2.5D কার্ভড গ্লাস যুক্ত। আর এই ফোনে মিডিয়াটেক হেলিও P70 SoC আছে।

ভায়াঃ

Connect On :