মাত্র 600 টাকায় কিনুন 16,999 টাকার Realme স্মার্টফোন, এখানে পাওয়া যাচ্ছে বাম্পার ছাড়

Updated on 15-Dec-2022
HIGHLIGHTS

ফ্লিপকার্টে সেল (Flipkart Sale) শুরু হয়ে গিয়েছে

Flipkart-এ পুরনো স্মার্টফোনের বদলে আপনি 11,900 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন

রিয়েলমি 9i ফোনের আসল দাম 16,999 টাকা যা আপনি 26% ডিসকাউন্ট সহ 12,499 টাকায় কেনা যেতে পারে

ফ্লিপকার্টে সেল (Flipkart Sale) শুরু হয়ে গিয়েছে। আপনিও যদি স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন তবে এটাই আপনার জন্য দারুন সুযোগ। এই সেলে Realme Phones-এ চলছে দুর্দান্ত ছাড়। এই খবরে আমরা আপনাকে Realme 9i ফোনে পাওয়া ছাড় সম্পর্কে বলবো। তবে আসুন জেনে নেওয়া যাক Realme 9i ডিসকাউন্টে কীভাবে কিনতে পারবেন…

Realme 9i ফোনে 4GB RAM এবং 128GB স্টোরেজ যা Prism Black অপশনে আসে, Flipkart সেলে ছাড়ে কিনতে পারবেন। রিয়েলমি 9i ফোনের আসল দাম 16,999 টাকা যা আপনি 26% ডিসকাউন্ট সহ 12,499 টাকায় কেনা যেতে পারে। আপনি এতে অনেক ব্যাঙ্ক অফারও পাচ্ছেন। Flipkart Axis Bank কার্ড থেকে পেমেন্ট করলে আপনি 5% ক্যাশব্যাক পেতে পারেন।

Axis Bank ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি 1,000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। স্মার্টফোন কেনার আগে Credit card থেকে পেমেন্ট করতে হবে। SBI Credit এবং Debit Card থেকে পেমেন্ট করলে আপনি 1,000 টাকা ছাড় পাবেন।

Flipkart-এ পুরনো স্মার্টফোনের বদলে আপনি 11,900 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। যদি সমস্ত ছাড়ের অফার মিলিয়ে নেওয়া যাক তবে আপনি এই ফোনটি মাত্র 600 টাকায় পাবেন।

Realme-9iRealme-9i

Realme 9i ফোনে কী কী ফিচার আছে?

রিয়েলমি 9i ফোনে আছে MediaTek Dimensity 810 চিপসেট যা TSMC এর 6nm প্রসেসের উপর বেস করে তৈরি করা হয়েছে। এবং এটি Arm MALI G57 MC2 GPU এর সঙ্গে যুক্ত করা আছে। Dimensity 700 এর তুলনায় এই প্রসেসরটি প্রায় 20% ফাস্ট কাজ করবে। এছাড়া এই ফোনে আছে একটি 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট হচ্ছে 90Hz। এতে আছে অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্যা বক্স অপারেটিং সিস্টেম। Realme 9i 5G এর দুটো ভ্যারিয়েন্ট উপলব্ধ আছে, যা পেয়ার করা আছে সর্বোচ্চ 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এর সঙ্গে।

এতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ আছে যার প্রাইমারি ক্যামেরা হল 50 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ক্যামেরা আছে টিয়ারড্রপ নচের মধ্যে। এটি একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা যা ব্যবহার করা যাবে সেলফি তুলতে এবং ভিডিও কলিং এর জন্য। 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি আছে এতে। এই ব্যাটারিতে আছে 18W ফাস্ট চার্জিং এর সুবিধা। এই ফোনের বামদিকে আছে ভলিউম কন্ট্রোল বাটন, আর ডানদিকে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার বাটন। আর এই ফোনের নিচে একটি স্পিকার আছে সঙ্গে 3.5mm এর একটি অডিও জ্যাক আছে। সঙ্গে আছে একটি টাইপ সি USB পোর্ট। এই ফোনটির ওজন হল 187 গ্রাম।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :