REALME 5 PRO VS MI A3: এই দুই 48MP ক্যামেরা ফোনের পার্থক্য

Updated on 21-Aug-2019
HIGHLIGHTS

দুটি ফোনেই 48MP ক্যামেরা দেওয়া হয়েছে

Realme 5 Pro ফোনে কোয়াড ক্যামেরা আছে

Mi A3 একটি ট্রিপেল ক্যামেরা ফোন

ভারতে সবে এক দিনের ব্যাবধানে দুটি 48MP র ক্যামেরা ফোন লঞ্চ হয়েছে। একি রিয়েলমির ফোন আর একটি রেডমির ফোন। আর এই দুটি ফোনই ভারতে সবে বাজট রেঞ্জে লঞ্চ করা হয়েছে।

এর মধ্যে Relame 5 Pro ফোনটিতে আপনারা পাবেন কোয়াড ক্যামেরা আর সেখানে Mi A3 তে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা। আর আজকে আমরা এখানে এই দুই ফোনের মধ্যে একটি তুলনা মূলক আলোচনা করে দেখব।

Realme 5 Pro VS Mi A3: ফোন দুটির ডিসপ্লে আর ডিজাইন

আমরা এই দুটি ফোনের ডিসপ্লে আর ডিজাইন যদি দেখি তবে দেখা যাবে যে Realme 5 Pro ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির IPC LCD ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও পাবেন।

Mi A3 ফোনে আছে একটি 6.1 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9।

Realme 5 Pro VS Mi A3: সফটোয়্যার, র‍্যাম আর স্টোরেজের পার্থক্য

Realme 5 Pro ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর কালার OS 6 পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আছে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যান 712 প্রসেসার। আর এই ফোনে আপনারা অ্যাড্রিনো 616 পাবেন।

Mi A3 ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 পাই আর এটি একটি অ্যান্ড্রয়েড ওয়ান ফোন। এই ফোনে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 দেওয়া হয়েছে। আর এটি অ্যাড্রিনো 610 যুক্ত।

Relame 5 Pro ফোনে আপনারা তিনটি র‍্যাম আর স্টোরেজ অপশান পাবেন। 4GB/64GB, 6GB/64GB আর 8GB/128GB। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

Mi A3 ফোনে আপনারা 4GB/64GB আর 4GB/128Gb ও 6GB/128GB স্টোরেজ অপশান পাবেন। আর এই ফোনটিতে আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত স্টোরেজ অপশান পাবেন।

Realme 5 Pro VS Mi A3: ক্যামেরা

Realme 5 Pro ফোনে আপনারা 48MP র মেন ক্যামেরা f/1.8 অ্যাপার্চার, 8MP ক্যামেরা f/2.2 অ্যাপার্চার, 2MP র দুটি ক্যামেরা যার একটি f/2.4 অ্যাপার্চারের সঙ্গে এসেছে।

আর এই ফোনের ফ্রন্টে আপনারা একটি 16MP র ক্যামেরা পাবেন যা f/2.0 অ্যাপার্চারের সঙ্গে এসেছে।

Mi A3 ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন আর এই ফোনে আছে 48MP র ক্যামেরা যা f/1.8 অ্যাপার্চারের আর এই ফোনের 8MP ক্যামেরা f/2.2 অ্যাপার্চার যুক্ত। আর এর সঙ্গে ফোনের তৃতীয় ক্যামেরা 2MP র যা f/2.4 অ্যাপার্চারের।

আর এই ফোনের ফ্রন্টে আপনারা 32MP র ক্যামেরা পাবেন যা f/2.0 অ্যাপার্চার যুক্ত।

Realme 5 Pro VS Mi A3: দুটি ফোনের ব্যাটারি ও সেফটি ফিচার

Realme 5 Pro ফোনে আপনারা একটি 4035mAh য়ের একটি ব্যাটারি আছে যা VOOC 3.0 চার্জিং সাপোর্ট করে যা 50% ফোন চার্জ তিরিশ মিনিটে চার্জ করে।

আর এই ফোনে আপনারা রেয়ার সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন।

Mi A3 ফোনে আপনারা একটি 4030mAh য়ের ব্যাটারি পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 18W কুইক চার্জের সাপোর্ট পাবেন।

আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

Connect On :