এই সময়ে সবাই 20,000 টাকা দামের মধ্যে স্মার্টফোন খুঁজছে। Xiaomi Mi A2 আর RealMe 2 Pro ফোন দুটি এই দামের মধ্যে মিড রেঞ্জ ফোনের মধ্যে আসে আর এই ফোন দুটিতে অনেক কিছু দেওয়া হয়েছে। দুটি ডিভাইসই ডুয়াল ক্যামেরা আর FHD+ ডিসপ্লে যুক্ত। আর আসুন তবে এবার এই দুটি ফোনের স্পেসিফিকেশানের পার্থক্য গুলি ডিটেলে দেখে নি।
Xiaomi Mi A2 ফোনটি 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে যুক্ত আর এটি 1080×2160 পিক্সালের। আর অন্য দিকে Relame 2 Pro ফোনটিতে একটু বড় 6.33 ইঞ্চির স্ক্রিন আচে আর এর রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর এই স্মার্টফোনটিতে ডিউ ড্রপ নচ আছে আর এই ফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা এই নচে আছে।এক কথায় বলতে হলে বলতে হয় যে Realme 2 Pro ফোনটি Xiaomi MI A2 য়ের তুলনায় বড় ডিসপ্লে আর ভাল রেজিলিউশান অফার করে।
আর যখন পার্ফর্মেন্সের বিষয়ে কথা বলা হয় তখন দেখা যাবে যে দুটি ডিভাইসই কোয়াল্কমের স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার যুক্ত। আর যাই হোক Xiaomi MI A2 ফোনটি 4GB র্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে পাওয়া যায় আর সেখানে Realme 2 Pro ফোনটি 6GB/128GB ভেরিয়েন্টে এসেছে। আর এই ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।
আর ক্যামেরার দিকটি যদি দেখা হয় তবে Xiaomi Mi A2 ফোনটিতে ডুয়াল 12MP+20MP র ক্যামেরা আছে আর এই ফোনের ফ্রন্টে 20MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর অন্য দিকে Realme 2 Pro ফোনে আপনারা ডুয়াল ক্যামেরাতে 16MP+2MP র পাবেন আর এই ফোনের ফ্রন্টে 16MP র সেন্সার আছে।
Xiaomi MI A2 ফোনটির দাম 14,999 টাকা আর অন্য দিকে Realme 2 Pro ফোনের দাম 13,990 টাকা।