আগেই বলা হয়েছিল যে Realme তাদের দুটি নতুন মোবাইল ফোনের দাম বাড়াতে পারে আর আপনাদের বলে রাখি যে Relame 2 আর Relame C1 মোবাইল ফোনের দাম 1,000 টাকা বেড়েছে
এর আগেই জানা গেছিল যে Realme র CEO একটি টুইটে তাদের মোবাইল ফোনের দাম বারার বিষয়ে বলেছিলেন। আর এবার Relame 2 ফোনের দাম 500 টাকা আর Realme C1 ফোনটির দাম 1,000 টাকা বেড়েছে Realme 2 ফোনের এই দামটি তার বেস ভেরিয়েন্টের।
Relame 2 ফোনের মূল্যবৃদ্ধি
আমারা যদি Relame 2 ফোনটির বিষয়ে কথা বলি তবে এই ফোনটি ফ্লিপকার্ট এক্সক্লিউশিভ হিসাবে লঞ্চ করা হয়েছিল। আর এই ডিভাইসটি 3GB/32GB আর 4GB/64GB মডেলে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের দাম যদি দেখি তবে দেখা যাবে যে এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম ছিল 8,999 টাকা আর এখন দাম বারার পরে এই ফোনের দাম 9,499 টাকা হয়েছে। আর সেখানে এই ফোনের দাম 500 টাকা বৃদ্ধি পেয়েছে। আর কোম্পানি এই ফোনটির 4GB/64GB ভেরিয়েন্টের দাম বৃদ্ধি পায় নি এর দাম এখনও 10,990 টাকা হয়েছে।
Relame C2 ফোনটির মূল্যবৃদ্ধি
আমরা যদি Relame C1 ফোনটির বিষয়ে দেখি তবে দেখা যাবে যে এই ফোনটি একটি মাত্র মডেল 2GB র্যাম আর 16Gb স্টোরেজে এসেছে। আর এই ফোনটির দাম স1,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আর এই ডিভাইসটি আগে 7,999 টাকায় পাওয়া যাচ্ছে আগে এর দাম ছিল 6,999 টাকা।