18 ডিসেম্বর লঞ্চের আগেই প্রকাশ হল Realme 14x 5G ফোনের ভারতীয় দাম, বাজেট প্রাইসে কী থাকবে স্পেসিফিকেশন
Realme কোম্পানি ভারতীয় বাজারে তার বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Realme 14X 5G আগামীকাল 18 ডিসেম্বর লঞ্চ করবে
রিয়েলমি নিশ্চিত করেছে যে আপকামিং রিয়েলমি 14এক্স 5জি ফোনটি 15000 টাকার কম দামে বাজারে আসবে
রিয়েলমির দাবি যে 15000 টাকার দামে আসা স্মার্টফোনে প্রথমবার জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে IP69 রেটিং পাওয়া যাবে
Realme কোম্পানি ভারতীয় বাজারে তার বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Realme 14X 5G আগামীকাল 18 ডিসেম্বর লঞ্চ করবে। কোম্পানি আপকামিং রিয়েলমি 14এক্স 5জি ফোনের দাম লঞ্চের আগেই জানিয়ে দিয়েছে। রিয়েলমি নিশ্চিত করেছে যে আপকামিং ফোনটি 15000 টাকার কম দামে বাজারে আসবে। যদি এই দামে ফোনটি বাজারে আসে তবে এই সেগামেন্টে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোনের মধ্যে একটি হবে, যা 1P69 রেটিং সাপোর্ট করবে।
Realme 14X 5G ফোনের দাম ভারতে কত হবে
রিয়েলমি 14এক্স 5জি ফোনটি 18 ডিসেম্বর ভারতে লঞ্চের সাথেই Flipkart সাইটে বিক্রি হবে। রিয়েলমির দাবি যে আপকামিং ফোনটি 15000 টাকার দামে আসা স্মার্টফোনে প্রথমবার জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে IP69 রেটিং সহ প্রোটেকশন পাওয়া যাবে।
আরও পড়ুন: সোজা 8000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 32MP সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোন, লাগবে না কোনো ব্যাঙ্ক অফার
Whether you’re on the go or in the busiest streets, #realme14x5G keeps you connected with crystal-clear sound.
— realme (@realmeIndia) December 17, 2024
Stay connected with the #Dumdaar5GKiller
Launch & Sale on 18th Dec, 12 PM
Know more: https://t.co/9LHPpphjlbhttps://t.co/harpyyPzPW pic.twitter.com/STbQ18uMJE
রিয়েলমি স্মার্টফোনটি তিনটি কালার Crystal Black, Golden Glow এবং Jewel Red অপশনে পাওয়া যাবে।
রিয়েলমি 14এক্স 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে
ডিসপ্লে: রিয়েলমি 14এক্স 5জি স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রেজোলিউশন 1080×2400 পিক্সেল এবং পিক ব্রাইটনেস 1000 নিট দেওয়া।
প্রসেসর: আপকামিং রিয়েলমি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর পাওয়া যাবে। এটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা হবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি 14এক্স এর রিয়ারে LCD Flash সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি ফোনে 45W চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি পাওয়া যাবে। কোম্পানির দাবি যে এটি 38 মিনিটে ফোনটি 0 থেকে 100 শতাংশ পর্যন্ত 93 শতাংশ চার্জ করা যাবে।
অপারেটিং সিস্টাম: রিয়েলমি 14এক্স 5জি ফোনটি রিয়েলমি UI 5.0 ভিত্তিক Android 14 অপারেটিং সিস্টামে কাজ করবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile