realme 14T 5G Launch today Price in India Features and Specifications
রিয়েলমি তার নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির এই আপকামিং ফোনের নাম Realme 14T 5G হবে। এই ফোনটি 25 এপ্রিল ভারতে লঞ্চ করা হবে। রিয়েলমির এই নতুন ফোন AMOLED ডিসপ্লে সহ আসবে।
সাথে 2100 নিট পিক ব্রাইটনেসের লেভেল অফার করা হবে। আপকামিং রিয়েলমি ফোনের বিশেষত্ব হল যে ফোনের ডিসপ্লে কম ব্লু লাইট এমিশনের জন্য TUV Rheinland সার্টিফিকেশনও থাকবে।
আরও পড়ুন: Airtel লঞ্চ করল 50GB ডেটা এবং JioHotstar সাবস্ক্রিপশন সহ নতুন সস্তা রিচার্জ প্ল্যান
আপকামিং রিয়েলমি 14টি 5জি ফোনটি IP69 ওয়াটার এবং ডাস্ট রেজিস্টেন্ট সহ আসবে। ফোনে পাওয়ার দেওয়া জন্য এতে 6000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি 45W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
বড় ব্যাটারি থাকার সত্বেও ফোনের থিকনেস মাত্র 7.07mm হবে। কোম্পানির অনুযায়ী, ফোনে দেওয়া ব্যাটারি 54.3 ঘন্টা পর্যন্ত কলিং, 17.2 ঘন্টার ইউটিউব প্লেব্যাক, 12.5 ঘন্টার ইনস্টাগ্রাম এবং 12.5 ঘন্টার গেমিং অফার করে।
ফটোগ্রাফির জন্য ফোনে কোম্পানি 50MP এর AI ক্যামেরা দেওয়া হবে। নতুন রিয়েলমি ফোনটি কোম্পানির ওয়েবসাইট থেকে বিক্রি করা হবে। এছাড়া এই ফোনটি Flipkart সাইটেও বিক্রি করা হবে। ফোনের বিক্রির তার এবং দামের ঘোষণা লঞ্চ ইভেন্টে করা হবে।
আরও পড়ুন: 50MP Selfie Camera সহ নতুন Vivo 5G ফোনে 3000 টাকার বেশি ছাড়, জানুন নতুন দাম কত