digit zero1 awards

realme 14 Pro এবং realme 14 Pro+ আগামীকাল ভারতে হবে লঞ্চ, থাকবে 50MP Sony ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি

realme 14 Pro এবং realme 14 Pro+ আগামীকাল ভারতে হবে লঞ্চ, থাকবে 50MP Sony ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি
HIGHLIGHTS

Realme 14 Pro Series স্মার্টফোন ভারতে আগামীকাল 16 জানুয়ারি লঞ্চ হবে

এই সিরিজে দুটি ফোন Realme 14 Pro এবং Realme 14 Pro+ আনা হবে

রিয়েলমি 14 প্রো প্লাস বিশ্বের প্রথম ফোন হবে Cold Sensitive Color Changing Phone হবে

Realme ভারতে তার লেটেস্ট সিরিজ লঞ্চ করতে প্রস্তুত। Realme 14 Pro Series হবে কোম্পানির নতুন রেঞ্জ। আপকামিং রিয়লেমি 14 প্রো স্মার্টফোন ভারতে আগামীকাল 16 জানুয়ারি লঞ্চ করা হবে। এই সিরিজে দুটি ফোন Realme 14 Pro এবং Realme 14 Pro+ আনা হবে। বলে দি যে রিয়েলমি 14 প্রো প্লাস বিশ্বের প্রথম ফোন হবে Cold Sensitive Color Changing Phone হবে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং রিয়েলমি ফোনের লঞ্চ ইভেন্ট কোথায় হবে কীভাবে লাইভ স্ট্রিমিং দেখবেন।

Realme 14 Pro Series ভারতে কবে হবে লঞ্চ

রিয়েলমি 14 প্রো এবং রিয়েলমি 14 প্রো+ ভারতে লঞ্চ হচ্ছে। এই রিয়েলমি লঞ্চ ইভেন্ট 16 জানুয়ারি দুপুর 12 শুরু হবে। কোম্পানির ওয়েবসাইট রিয়েলমি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ফোনের লঞ্চ ইভেন্ট দেখা যাবে।

আরও পড়ুন: Realme এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 6000 টাকার দেদার ছাড়, Amazon সেলে অবিশ্বাস্য ডিল

অনলাইন শপিং সাইট Flipkart এ সিরিজের প্রোডাক্ট পেজ তৈরি করা হয়েছে।

ভারতে কত দাম হবে রিয়েলমি 14 প্রো এবং রিয়েলমি 14 প্রো+ ফোনের

দামের কথা বললে, প্রো এবং প্রো প্লাস দুটি স্মার্টফোন মিড বাজেট সেগামেন্টে আনা হবে। আশা করা হচ্ছে যে কোম্পানি প্রো মডেলের দাম 25 হাজার থেকে 30 হাজার টাকার মাঝে হবে। পাশাপাশি, প্রো প্লাস মডেলের দাম 30 হাজার টাকার বেশি হবে। রিয়েলমি 14 প্রো সিরিজ ভারতীয় বাজারে Pearl White, Suede Grey, Bikaner Purple এবং Jaipur Pink কালার অপশনে বিক্রি হবে।

রিয়েলমি 14 প্রো প্লাস ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রেয়ছে

ডিসপ্লে: রিয়েলমি 14 প্রো সিরিজের স্মার্টফোনে কোয়াড-কার্ভ ডিসপ্লে দেওয়া হবে। তবে ডিসপ্লে সাইজ কী হবে তা এখনও জানা নেই। তবে এতে 1.5K ডিসপ্লে রেজোলিউশন দেওয়া হবে। ফোনটি 120Hz রিফ্রেশ রেট সহ 3840Hz PWM ডিমিং আউটপুট পাওয়া যাবে।

Realme 14 Pro Series India Launch confirmed

প্রসেসর: কোম্পানি জানিয়েছে যে রিয়েলমি 14 প্রো+ ফোনে কোয়ালকম এর Snapdragon 7s Gen 3 প্রসেসরে লঞ্চ করা হবে। রিয়েলমি 14 প্রো ফোনটি Dimensity 7300 Energy চিপসেটে লঞ্চ করা হবে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি 14 প্রো+ 5G ফোন HyperImage+ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করবে। খবর অনুযায়ী, এতে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি, রিয়ারে 50MP Sony IMX882 OIS সেন্সর, 50MP Sony IMX896 সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স থাকতে পারে।

পাশাপাশি, রিয়েলমি 14 প্রো ফোনে OIS সহ 50MP Sony IMX882 সেন্সর থাকতে পারে। রিয়ারে ট্রিপল ক্যামেরা পাওয়া যাবে। ফ্রন্টে 16MP সেন্সর রয়েছে যা AI সাপোর্ট করবে।

ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি 14 প্রো প্লাস ফোনে 6000mAh ব্যাটারি থাকবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। রিয়েলমি 14 প্রো ফোনেও 6000mAh ব্যাটারি দেওয়া হবে। এটি 45W ফাস্ট চার্জিং ফিচার সহ আসেবে।

আরও পড়ুন: মকর সংক্রান্তিতে মুকেশ আম্বানির উপহার, 200 দিনের Jio এর সস্তা আনলিমিটেড 5G রিচার্জ প্ল্যান মিলবে 31 জানুয়ারি পর্যন্ত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo