রিয়েলমি ভারতীয় বাজারে তার লেটেস্ট সিরিজে realme 14 Pro Series লঞ্চ করেছে। এই সিরিজের আওতায় Realme 14 Pro 5G এবং Realme 14 Pro Plus 5G আনা হয়েছে। লেটেস্ট স্মার্টফোনের বিশেষত্ব হল যে কোম্পানি এতে নতুন লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশন অফার করেছে। রিয়েলমি 14 প্রো 5জি ফোনের কথা বলবো, ফোনটি 6000mAh ব্যাটারি, 16MP সেলফি ক্যামেরা মতো একগুচ্ছ ফিচার দেওয়া হয়েছে। আসুন এই মডেলের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
রিয়েলমি 14 প্রো ফোনটি দুটি স্টোরেজ অপশনে বাজারে আনা হয়েছে। ফোনের বেস মডেলটি 8GB RAM+128GB স্টোরেজের দাম 22,999 টাকা রাখা হয়েছে। এবং 8GB RAM+256GB মডেলের দাম 24,999 টাকা। তবে বলে দি যে ফোনের এই দাম 2000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে পাওয়া যাবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Samsung 5G ফোনে দুর্দান্ত ডিল, Amazon সেলে দেদার ছাড়
লেটেস্ট রিয়েলমি 14 প্রো ফোনের দাম 23 জানুয়ারি দুপুর 12টা থেকে শুরু হবে। ফোনটি অনলাইন সাইট Flipkart, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে।
ডিসপ্লে: রিয়েলমি 14 প্রো ফোনে 6.77-ইঞ্চির FHD+ কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস সহ আসে।
প্রসেসর: রিয়েলমি 14 প্রো 5জি ফোনটি MediaTek Dimensity 7300 Energy চিপসেটে সহ লঞ্চ করা হয়েছে।
RAM এবং স্টোরেজ: রিয়েলমি 14 প্রো দুটি ভ্যারিয়্যান্ট 8GB RAM সহ 128GB স্টোরেজ এবং আরেকটি 8GB RAM সহ 256GB স্টোরেজ সহ আসে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি 14 প্রো 5জি ফোনটি 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে এটি OIS সাপোর্ট করে। সাথে 8MP এর আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পেয়ার করা। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা রয়েছে। স্মার্টফোনে একগুচ্ছ AI ইমেজিং ফিচার পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি 14 প্রো ফোনে 6000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এটি চার্জ করতে এতে 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
অপারেটিং সিস্টাম: এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টামে ভিত্তিক Realme UI 6.0 সহ আসে।
আরও পড়ুন: 15 হাজার টাকার কম দামে কিনুন Realme এর গেমিং ফোন, সবচেয়ে ফাস্ট প্রসেসর সহ রয়েছে দীর্ঘ ব্যাটারি