Realme 13 Pro Plus 5G ভারতে লঞ্চ, হাইপরইমেজ প্লাস ক্যামেরা এবং প্রিমিয়াম ফিচার রয়েছে স্মার্টফোনে, জানুন দাম কত

Realme 13 Pro Plus 5G ভারতে লঞ্চ, হাইপরইমেজ প্লাস ক্যামেরা এবং প্রিমিয়াম ফিচার রয়েছে স্মার্টফোনে, জানুন দাম কত
HIGHLIGHTS

Realme 13 Pro 5G Series দুটি মোবাইল ফোন রিয়েলমি 13 প্রো 5জি এবং রিয়েলমি 13 প্রো প্লাস 5জি লঞ্চ হয়েছে

ফিচার হিসেবে রিয়েলমি 13 প্রো প্লাস 5জি ফোনে ডুয়াল সোনি ক্যামেরা, 12 জিবি পর্যন্ত RAM এবং AI ফিচার পাওয়া যাবে

রিয়েলমি 13 প্রো প্লাস ফোনের দাম 32,999 টাকা থেকে শুরু হয়

Realme 13 Pro 5G Series ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। এই সিরিজে দুটি মোবাইল ফোন রিয়েলমি 13 প্রো 5জি এবং Realme 13 Pro Plus 5G লঞ্চ হয়েছে। এই খবরে আমরা সিরিজের টপ মডেল রিয়েলমি 13 প্রো প্লাস ফোনের কথা বলবো। ফিচার হিসেবে এতে ডুয়াল সোনি ক্যামেরা, 12 জিবি পর্যন্ত RAM এবং AI ফিচার পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক নতুন রিয়েলমি ফোনের দাম থেকে শুরু করে স্পেসিফিকেশন কী রয়েছে।

Realme 13 Pro Plus 5G ফোনের ভারতে দাম কত

  • রিয়েলমি 13 প্রো প্লাস ফোনের দাম 32,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ মডেল কেনা যাবে।
  • ফোনের 12 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজের দাম 34,999 টাকা রাখা হয়েছে।
  • 12 জিবি RAM এবং 512 জিবি স্টোরেজের দাম 36,999 টাকা হচ্ছে।

আরও পড়ুন: Price Cut: আবারও সস্তা হল Samsung এর দুটি জনপ্রিয় স্মার্টফোন, 3000 টাকা পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ

নতুন রিয়েলমি ফোনটি Monet Gold এবং Emerald Green কালার অপশনে কেনা যাবে। ফোনের বিক্রি 6 অগাস্ট থেকে শুরু হবে।

রিয়েলমি 13 প্রো প্লাস 5জি ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লের কথা বললে, 13 প্রো প্লাস মডেলে 6.7-ইঞ্চির ফুল এইচডি+ AMOLED স্ক্রিন দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর হিসেবে নতুন রিয়েলমি ফোনে Snapdragon 7s Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে।

Realme 13 Pro Plus launched in India

ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি 13 প্রো প্লাস 5জি বিশ্বের প্রথম এমন ফোন যা দুটি Sony LYT লেন্স সহ আসে। কোম্পানি এই ফোনে HyperImage+ প্রযুক্তি ব্যবহার করেছে। সেন্সর হিসেবে এতে 50MP Sony LYT-701 সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে 50MP Sony LYT-600 Periscope লেন্স এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পেয়ার করা।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রিয়েলমি 13 প্রো প্লাস 5জি ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি ক্ষেত্রে স্মার্টফোনে পাওয়ার দিতে এতে 5200mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া। এতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং দেওয়া রয়েছে।

এই নতুন রিয়েলমি ফোনটি Android এর লেটেস্ট অপারেটিং সিস্টাম Android 14 অপারেটিং সিস্টামে কাজ করবে।

আরও পড়ুন: Xiaomi 14 Civi পান্ডা এডিশন ভারতে লঞ্চ, ডুয়াল টোন টেক্সচার এবং দুটি 32MP সেলফি রয়েছে ফোনে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo