Realme 12x 5G: ভারতের প্রথম ডাইনামিক বোতাম সহ রিয়েলমি ৫জি ফোন এই দিন হবে লঞ্চ

Realme 12x 5G: ভারতের প্রথম ডাইনামিক বোতাম সহ রিয়েলমি ৫জি ফোন এই দিন হবে লঞ্চ
HIGHLIGHTS

Realme তার আপকামিং মিড-রেঞ্জ স্মার্টফোন Realme 12x 5G লঞ্চের তারিখ ঘোষনা করেছে

ডিভাইসটি 2 এপ্রিল দুপুর 12টায় লঞ্চ করা হবে

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটি হবে ভারতের প্রথম 45W চার্জিং 5G স্মার্টফোন

Realme তার আপকামিং মিড-রেঞ্জ স্মার্টফোন Realme 12x 5G লঞ্চের তারিখ ঘোষনা করেছে। কোম্পানি ভারতে তার নতুন ডিভাইস আনতে চলেছে। বলে দি যে রিয়েলমি ১২ এক্স ৫জি ফোনটি চীনে 21 মার্চ লঞ্চ করা হয়েছে।

কবে লঞ্চ হবে Realme 12X 5G

ভারতের বাজারে আগামী মাসে এন্ট্রি নেবে রিয়েলমি 12x 5G স্মার্টফোন। ডিভাইসটি 2 এপ্রিল লঞ্চ করা হবে। লঞ্চের আগেই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কও কিছু তথ্যও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: Poco C61: 5000mAh ব্যাটারি এবং 6GB RAM সহ সস্তা পোকো ফোন লঞ্চ, 7000 টাকার কমে কেনার সুযোগ

Realme 12X ফোনের কী থাকবে বিশেষ?

আপকামিং রিয়েলমি সম্পর্কে কোম্পানি কিছু তথ্য প্রকাশ করেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটি হবে ভারতের প্রথম 45W চার্জিং 5G স্মার্টফোন। ফোনে 5000mAh ব্যাটারি অফার করা হবে।

রিয়েলমির নতুন ফোন D6100+ VC কুলিং সিস্টেমের সাথে আনা হচ্ছে। এই কুলিং ফিচারটি গেমিং চলাকালীন ফোনটি গরম হতে দেবে না।

Realme 12X 5G battery details

এছাড়া রিয়েলমির এই ফোন ডাইনামিক বোতাম সহ আনা হচ্ছে। এই ফোনটি এয়ার জেসচার ফিচার সহ আনা হবে।

Realme-এর এই ফোনটি ডাইনামিক বোতাম সহ আনা হচ্ছে। এছাড়াও, এই ফোনটি এয়ার জেসচার ফিচার সহ আনা হবে।

আরও পড়ুন: Vivo T3 5G: ডায়মেনসিটি 7200 চিপ, 50MP Sony ক্যামেরা, সস্তা দামে নতুন ভিভো ফোন ভারতে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo