Realme 12x 5G: প্রিমিয়াম ফিচার এবং এয়ার জেসচার সহ আজ আসছে রিয়লমির নতুন ফোন, দাম হবে 12 হাজারের কম
Realme আজ (2 April) একটি লঞ্চ ইভেন্টে ভারতে তার Realme 12X 5G স্মার্টফোন লঞ্চ করছে
আপকামিং রিয়েলমি 12X 5G একটি এন্ট্রি-লেভেল ফোন হবে যার দাম প্রায় 10,000-12,000 টাকা হতে পারে
আপকামিং 5G স্মার্টফোনটি 45W SUPER VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে
Realme আজ (2 April) একটি লঞ্চ ইভেন্টে ভারতে তার Realme 12X 5G স্মার্টফোন লঞ্চ করছে। কোম্পানি রিয়েলমি ১২ এক্স লঞ্চ করার কিছু দিন আগেই ভারতীয় বাজারে Realme 12, Realme 12+ এবং Realme Narzo 70 Pro মতো ডিভাইস নিয়ে হাজির হয়েছে।
আপকামিং রিয়েলমি 12X 5G একটি এন্ট্রি-লেভেল ফোন হবে যার দাম প্রায় 10,000-12,000 টাকা হতে পারে। তবে লঞ্চের আগেই রিয়েলমি ইতিমধ্যে একগুচ্ছ ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছে।
Realme 12X 5G লঞ্চ এবং লাইভ স্ট্রিমিং
Just a few more hours to kill to witness the launch of India’s first-ever 45W 5G phone under 12K! ⏱️#EntryLevel5GKiller #realme12x5G
— realme (@realmeIndia) April 2, 2024
Comment 🙋 if you are waiting with us.
Join the livestream here: https://t.co/EFtBMmVRNL pic.twitter.com/YDumNmm77c
লেটেস্ট রিয়েলমি রেঞ্জার আজ দুপুর 12 টায় একটি লঞ্চ ইভেন্টে আসবে। ফোনের লাইভ স্ট্রিমিং কোম্পানির অফিসিয়াল ইউটিউব পেজে দেখা যাবে।
Realme 12X ফোনে কী থাকবে বিশেষ
রিয়েলমির তরফে শেয়ার করা তথ্য অনুযায়ী, আপকামিং 5G স্মার্টফোনটি 45W SUPER VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। ফোনটি 5000mAh ব্যাটারি সহ আনা হবে, যা মাত্র 30 মিনিটের মধ্যে 0 থেকে 50% পর্যন্ত চার্জ করতে পারবে। এছাড়া রিয়েলমি এও নিশ্চিত করেছে যে ১২ এক্স ৫জি ফোনটি রিভার্স চার্জিং সাপোর্ট করবে।
সম্প্রতি লঞ্চ হওয়া Narzo 70 Pro 5G এর মতো, নতুন রিয়েলমি ১২ এক্স ফোনেও এয়ার জেসচারের সাপোর্ট থাকবে। যার মানে ইউজাররা স্মার্টফোনটি টাচ না করেই ফোনটি ব্যবহার করতে পারবেন। চীনা কোম্পানি আরও জানিয়েছে যে রিয়েলমি ১২ এক্স ৫জি ফোনটি 6nm চিপসেট চলবে। পাশাপাশি, এতে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi A3x সস্তা স্মার্টফোন, জানুন কী থাকবে বিশেষ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile