আপকামিং Realme 12 সিরিজের ক্যামেরা এবং চিপসেট ফাঁস, পেরিস্কোপ লেন্স সহ হবে প্রথম ফোন

আপকামিং Realme 12 সিরিজের ক্যামেরা এবং চিপসেট ফাঁস, পেরিস্কোপ লেন্স সহ হবে প্রথম ফোন
HIGHLIGHTS

রিয়েলমি কোম্পানির তরফে পরবর্তী সিরিজ Realme 12 এ কাজ করা শুরু করে দেওয়া হয়েছে

আপকামিং নম্বর সিরিজ রিয়েলমি 12 পেরিস্কোপ লেন্স সহ আসা প্রথম ফোন হতে পারে

টিপস্টার তার আরেকটি Weibo পোস্টে আপকামিং Realme 12 Pro সিরিজ মডেলের স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ করেছে

Realme কোম্পানি চলতি বছরের মে মাসে তার নম্বর সিরিজের স্মার্টফোন Realme 11 নিয়ে হাজির হয়েছিল। তবে এবার কোম্পানির তরফে পরবর্তী সিরিজ Realme 12 এ কাজ করা শুরু করে দেওয়া হয়েছে। Realme GT 5 Pro ফোনে কাজ করার পাশাপাশি, রিয়েলমি 12 বাজারে আনা প্রস্তুতি নিচ্ছে।

টিপস্টার DigitalChatStation এর তরফে আগে দাবি করা হয়েছিল যে আপকামিং নম্বর সিরিজ রিয়েলমি 12 পেরিস্কোপ লেন্স সহ আসা প্রথম ফোন হতে পারে। এখন টিপস্টার তার আরেকটি Weibo পোস্টে আপকামিং Realme 12 Pro সিরিজ মডেলের স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ করেছে।

আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 11GB পর্যন্ত RAM সহ এই Budget Phone-এ মিলছে দুর্দান্ত ডিল, 8000 টাকার কমে কেনার সুযোগ

realme 12 series
Realme 12

Realme 12 Pro এবং Realme 12 Pro+ লিক স্পেসিফিকেশন

ডিজিটালচ্যাটস্টেশন দাবি করেছে যে রিয়েলমি 12 প্রো সিরিজ Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটের সাথে আনা হবে।

আপকামিং সিরিজে দেওয়া প্রসেসরটি 4nm প্রসেসে তৈরি করা। গ্রাফিক্সের জন্য একটি Adreno GPU থাকবে।

এছাড়া, লিকে বলা হয়েছে যে রিয়েলমি 12 প্রো ফোনে 2x অপটিক্যাল জুম সহ একটি 32MP Sony IMX709 টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে। এর পাশাপাশি, স্মার্টফোনে 3x অপটিক্যাল জুম সহ 64MP OmniVision OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে।

realme 12 series
realme 12

রিয়েলমি 12 প্রো দাম (অনুমানিত)

রিয়েলমি 12 প্রো ফোনের 12GB RAM এবং 256GB মডেলের দাম RMB 2,099 (প্রায় 25,000 টাকা) হতে পারে। এছাড়া এই মুহূর্তে ফোনগুলির অন্য কোনও স্পেসিফিকেশন জানা যায়নি। খবর অনুযায়ী, Realme 12 লাইনআপ আগামী বছর 2024 সালের শুরুতে বাজারে আসতে পারে।

আরও পড়ুন: BSNL সুপারহিট প্ল্যান! মাত্র 485 টাকায় 82 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কল সহ একগুচ্ছ ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo