Realme 12 Pro 5G Launched India: স্ন্যাপড্রাগন প্রসেসর, টেলিফটো ক্যামেরা সহ নতুন রিয়েলমি ফোন লঞ্চ, জানুন দাম

Realme 12 Pro 5G Launched India: স্ন্যাপড্রাগন প্রসেসর, টেলিফটো ক্যামেরা সহ নতুন রিয়েলমি ফোন লঞ্চ, জানুন দাম
HIGHLIGHTS

Realme অবশেষে ভারতে তার মিড-রেঞ্জের Realme 12 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে

রিয়েলমির লেটেস্ট স্মার্টফোনে ডিজাইন এবং ক্যামেরার উপর বেশি ফোকস করেছে

নতুন রিয়েলমি ফোনের 8GB এবং 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 25,999 টাকা

Realme অবশেষে ভারতে তার মিড-রেঞ্জের Realme 12 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। নতুন ফোনে Snapdragon 6 Gen 1 প্রসেসর অফার করা হয়েছে। এছাড়া এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও পাওয়া যাবে।

রিয়েলমির লেটেস্ট স্মার্টফোনে ডিজাইন এবং ক্যামেরার উপর বেশি ফোকস করেছে। এছাড়া স্মার্টফোনে OIS সহ একটি ডেডিকেটেড 32MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Infinix Smart 8 Plus লঞ্চ, 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা রয়েছে স্মার্টফোনে, জানুন সমস্ত ডিটেল

Realme 12 Pro 5G স্পেসিফিকেশন

রিয়েলমি 12 প্রো ফোনে একটি 6.7-ইঞ্চি FHD+ OLED কার্ভড ডিসপ্লে রয়েছে। এটি 2412×1080 পিক্সেল রেজোলিউশন সহ আনা হয়েছে। স্মার্টফোনে 240Hz টাচ স্যাম্পলিং রেট, 2160Hz PWM ডিমিং এবং 120Hz রিফ্রেশ রেট অফার করা হয়েছে।

Realme 12 pro 5G
রিয়েলমির লেটেস্ট স্মার্টফোনে ডিজাইন এবং ক্যামেরার উপর বেশি ফোকস করেছে

লেটেস্ট ফোনে পারফরম্যান্সের জন্য Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর রয়েছে।

রিয়েলমি 12 প্রো ফোনের বিশেষ ফিচার হল, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে একটি টেলিফটো এবং একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অফার করা হয়েছে। ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ প্রাইমারি সেন্সর হিসেবে 50MP Sony IMX 882 লেন্স দেওয়া। এছাড়া আরেকটি 32MP Sony IMX 709 লেন্স সহ একটি ডেডিকেটেড টেলিফটো লেন্সও রয়েছে। পাশাপাশি, আরেকটি 8MP সেন্সর পাওয়া যাবে ফোনে।

ফোনে সেলফি তোলার জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

স্টোরেজ হিসেবে স্মার্টফোনটি দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM+128GB স্টোরেজ এবং 8GB+256GB স্টোরেজ অফার করা হয়েছে। ফোনে 8GB ডায়নামিক সাপোর্টও পাওয়া যাবে।

Realme 12 Pro 5G
Realme 12 Pro 5G

রিয়েলমির লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোনটিতে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি রয়েছে। এটি 67W SUPERVOOC চার্জিং সাপোর্ট করে, যা মাত্র 28 মিনিটে পুরো চার্জ করে দেবে।

Realme UI 5.0-এর উপর ভিত্তি করে স্মার্টফোনটি Android 14 আউট অফ দ্য় বক্সে চলে।

Realme 12 pro ভারতে দাম

নতুন রিয়েলমি ফোনের 8GB এবং 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 25,999 টাকা। এছাড়া 8GB+256GB স্টোরেজের দাম 26,999 টাকা।

realme 12 Pro 5G
realme 12 Pro 5G

রিয়েলমি 12 প্রো ফোনে প্রথম বিক্রি 6 ফেব্রুয়ারি দুপুর 12টায় Flipkart এবং রিয়েলমি ওয়েবসাইট থেকে করা হবে।

অফার সম্পর্কে কথা বলতে গেলে, কোম্পানি ICICI ব্যাঙ্ক কার্ডে 2,000 টাকা পর্যন্ত ছাড় অফার করছে।

আরও পড়ুন: 12GB RAM এবং OIS সহ 50MP ক্যামেরার Motorola 5G ফোন হল সস্তা, জানুন নতুন দাম কত?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo