Realme 12 5G: আইফোন ফিচার সহ ভারতে লঞ্চ দুটি সস্তা রিয়েলমি 5G ফোন, দাম 16 হাজার থেকে শুরু
Realme 12+ 5G এবং Realme 12 5G দুটি স্মার্টফোন Realme 12 Series এর আওতায় আনা হয়েছে
রিয়েলমি 12 5G ফোনের দাম 16,999 টাকা থেকে শুরু হচ্ছে
নতুন দুটি ফোনের বিক্রি আজ অর্থাৎ 6 মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে
চীনা স্মার্টফোন কোম্পানি Realme ভারতে তার লেটেস্ট দুটি নতুন ডিভাইস লঞ্চ করেছে। Realme 12+ 5G এবং Realme 12 5G দুটি স্মার্টফোন Realme 12 Series এর আওতায় আনা হয়েছে। বলে দি যে কোম্পানি ইতিমধ্যেই দেশে Realme 12 Pro এবং Realme 12 Pro+ লঞ্চ করেছে। আসুন দেখে নেওয়া যাক রিয়েলমির দুটি নতুন ফোনের ফিচার এবং দাম কত।
Realme 12 5G এবং Realme 12+ 5G price in India
রিয়েলমি 12 5G ফোনের দাম 16,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই দামে ফোনের 6GB RAM + 128 স্টোরেজ অপশন কেনা যাবে। পাশাপাশি, ফোনের 8GB RAM + 128 মডেলটি 17,999 টাকায় বিক্রি হবে ভারতে। লেটেস্ট ফোনটি দুটি কালার অপশনে কেনা যাবে- উডল্যান্ড গ্রিন এবং টোয়াইলাইট পার্পল।
আরও পড়ুন: Price Cut: 50MP সেলফি ক্যামেরা 5000mAh ব্যাটারি! Vivo V29e 5G ফোন হল আরও সস্তা
অন্যদিকে, রিয়েলমি 12+ 5G ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা রাখা হয়েছে। এছাড়া, 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজের জন্য 22,999 টাকা খরচ করতে হবে। এই ডিভাইসটি নেভিগেটর বেইজ এবং পাইওনিয়ার গ্রিন কালার অপশনে কেনা যাবে।
Let us clear the air over the price assumptions for the ultimate plus experience.
— realme (@realmeIndia) March 6, 2024
Join the livestream now: https://t.co/grBBh12aZz#realme125G #realme12Series5G #realmePortraitMaster pic.twitter.com/DmRK4Kw9Mq
নতুন দুটি ফোনের বিক্রি আজ অর্থাৎ 6 মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে। এই ফোন শপিং সাইট Flipkart এবং রিয়েলমির সাইট থেকে বিক্রি হবে।
Realme 12+ 5G specifications
রিয়েলমি 12+ 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 2000 নিট পিক ব্রাইটনেস অফার করে। এছাড়া এতে স্মার্ট রেইনওয়াটার টাচ ফিচার অফার করা হয়েছে। এই ফিচারের সাহায্য ইউজার কোনও অসুবিধা ছাড়া বৃষ্টির সময় বা ভেজা হাতে ডিভাইস ব্যবহার করতে পারবেন।
ফোনটি কোম্পানির রিয়েলমি UI 5.0 এর উপর ভিত্তি করে Android 14 আউট-অফ-দ্য-বক্সে চলবে।
স্মার্টফোনটি TSMC 6nm প্রসেসের উপর ভিত্তি করে MediaTek Dimensity 7050 চিপসেটে চলবে।
ক্যামেরার ক্ষেত্রে, রিয়েলমি 12+ 5G ফোনে OIS এবং EIS সহ 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর দেওয়া। এছাড়া এতে 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2MP পোর্ট্রেট সেন্সর দেওয়া হয়েছে। ফোনে সেলফি তোলার জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
স্মার্টফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি রয়েছে। এটি 67W SUPERVOOC চার্জারের মাধ্যমে ফাস্ট চার্জ করা যেতে পারে। এটি 1P54 রেটিং পাওয়া।
Realme 12 5G specifications
রিয়েলমি 12 5G ফোনরে কথা বললে, এটি 6.72-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে সহ আসে। এতে 2400*1800 পিক্সেলের রেজোলিউশন দেওয়া।
স্মার্টফোনটি MediaTek Dimensity 6100+ প্রসেসরে কাজ করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, স্মার্টফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 108MP Clear Portrait প্রাইমারি সেন্সর এবং একটি 2MP পোর্ট্রেট সেন্সর রয়েছে। ফোনের ফ্রন্টে 16MP সেলফি শুটার পাওয়া যাবে।
রিয়েলমি ফোনেও 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে। এটি 45W SUPERVOOC ফাস্ট চার্জিংয়ের সাথে আসে।
আরও পড়ুন: Nothing Phone 2a Launched: 12 জিবি RAM সহ ভারতে এত দামে কেনা যাবে নতুন ট্রান্সপেরেন্ট নথিং ফোন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile