Realme 12 4G: লঞ্চের আগেই রিয়েলমির নতুন ফোনের স্পেসিফিকেশন ফাঁস, বাজেট দামে কী পাবেন জেনে নিন

Updated on 03-Jun-2024
HIGHLIGHTS

Realme কোম্পানি তার Realme 12 5G ফোনটি চলতি বছরের মার্চ মাসে লঞ্চ করেছিল

এখন বাজারে আসছে Realme 12 4G মডেল

টিপস্টার পারস গুগলানি আপকামিং রিয়েলমি ১২ ৪জি মডেলের অফিসিয়াল রেন্ডার শেয়ার করেছে

Realme 12 5G ফোনটি চলতি বছরের মার্চ মাসে লঞ্চ করেছিল। সেই সময় কোম্পানি এই ফোনের 5G মডেল নিয়ে এসেছিল, তবে এখন বাজারে আসছে Realme 12 4G মডেল। লঞ্চের আগেই, টিপস্টার পারস গুগলানি আপকামিং রিয়েলমি ১২ ৪জি মডেলের অফিসিয়াল রেন্ডার শেয়ার করেছে। এছাড়া আপকামিং ফোনের বেশ কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করেছে টিপস্টার।

Realme 12 4G ফোনে স্পেসিফিকেশন কী থাকবে?

রিয়েলমি ১২ ৪জি ফোনের ডিজাইন রিয়েলমি ১২ সিরিজের মতো থাকবে। আপকামিং ফোনের পিছনে একটি সার্কুলার ক্যামেরা মডিউল দেওয়া। এটি OIS সাপোর্ট সহ 50MP Sony LYT-600 মেইন সেন্সর এবং 2MP ম্যাক্রো সেন্সর সহ আনা হবে।

আরও পড়ুন: 11 হাজার টাকার কমে Realme এর সস্তা বাজেট ফোন লঞ্চ, 8GB RAM এবং 50MP ক্যামেরা রয়েছে

আপকামিং রিয়েলমি ফোনের ডিসপ্লেতে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।

ফোনের ফ্রন্টে উপরে পাঞ্চ-হোল কটআউটে 16MP সেলফি ক্যামেরা থাকবে।

আপকামিং ফোনের পিছনে একটি সার্কুলার ক্যামেরা মডিউল দেওয়া

ডিভাইসটি অক্টা-কোর Snapdragon 685 4G চিপসেটে চলবে বলে জানিয়েছে টিপস্টার। এর সাথে 8GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ পেয়ার করা হবে। এটি Android 14 ভিত্তিক Realme UI 5.0 অপারেটিং সিস্টামে কাজ করবে।

পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh ব্যাটারি থাকবে, যা 67W ফাস্ট চার্জের সাপোর্ট করবে। ফোনে রেনওয়াটার স্মার্ট টাচ টেকনোলজি থাকতে পারে। এই ফিচারে ফোনটি বৃষ্টির মধ্যেও ব্যবহার করা যাবে। এছাড়া ফোনটি IP54 ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্ট সহ আসবে।

ভারতে Realme 12 ফোনের দাম কত হবে

কোম্পানির ৪জি মডেলটি ভারতে 15 হাজার টাকা থেকে 17 হাজার টাকার মধ্যে লঞ্চ হতে পারে। ফোনের বিক্রি 7 জুন থেকে শুরু হবে বলে জানিয়েছে টিপস্টার।

আরও পড়ুন: OnePlus smartphone discount: 14 হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে দুটি ফ্ল্যাগশিপ ফোন, জানুন কোথায় পাবেন অফার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :