Realme 11 Pro series নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এখনও কোম্পানির তরফে এই ফোন নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। যদিও একাধিক লিক থেকে এই ফোনের বিষয়ে নানা তথ্য উঠে এসেছে। সম্প্রতি আরও একটি লিক থেকে এই ফোনের ক্যামেরার সম্পর্কে জানা যাবে।
বেশ কিছু রিপোর্ট অনুযায়ী Realme 11 Pro Series চলতি বছরের দ্বিতীয় ভাগে লঞ্চ হবে। এটা প্রথমে চিনে আত্মপ্রকাশ ঘটাবে তারপর এটি ধীরে ধীরে ভারত এবং অন্যান্য দেশে লঞ্চ করবে। তবে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চের দিনক্ষণ থেকে ফিচার সম্পর্কে কোম্পানির তরফে কিছুই জানানো হয়নি। যা তথ্য প্রকাশ্যে এসেছে সবটাই জানা গিয়েছে ফান হওয়া তথ্যের থেকে। Realme 11 Pro সিরিজটিকে TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে।
এই সিরিজটি আদতে একটি মিড রেঞ্জের ফোনের সিরিজ হবে। এখানে দুটো ফোন থাকবে বলেই অনুমান করা হচ্ছে। এই ফোন দুটি হল Realme 11 Pro 5G এবং Realme 11 Pro Plus 5G।
1. এখানে একটি 6.7 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে 1080X2412 পিক্সেলের রেজোলিউশন সহ।
2. TENAA ওয়েবসাইট অনুযায়ী এই ফোনে Octa core প্রসেসর থাকবে 16 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।
3. অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক MIUI 4.0 -এর সাহায্যে চলবে এই ফোন।
4. এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে বলেই অনুমান করা হচ্ছে যেখানে প্রাইমারি ক্যামেরায় থাকবে 100 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকবে। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকতে করে সেলফি তোলার জন্য।
5. 4780 mAh ব্যাটারি থাকবে বলেই অনুমান করা হচ্ছে এই ফোনে।
1. 6.7 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে যেখানে 1080X2412 পিক্সেলের রেজোলিউশন মিলবে।
2. TENAA ওয়েবসাইট অনুযায়ী এই ফোনে Octa core প্রসেসর থাকবে 16 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।
3. অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক MIUI 4.0 -এর সাহায্যে চলবে এই ফোন।
4. এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে বলেই লিক হওয়া তথ্যে জানা গিয়েছে। প্রাইমারি ক্যামেরায় থাকবে 200 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। এখানে ফ্রন্ট ক্যামেরাতে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
5. এখানে জোড়া 2340 mAh ব্যাটারি একসঙ্গে 4680 mAh ব্যাটারি হিসেবে থাকতে পারে।