Realme -এর তরফে ভারতে লঞ্চ করা হল নতুন ফোন সিরিজ, Realme 11 Pro। এই সিরিজে দুটো মডেল আছে Realme 11 Pro এবং Realme 11 Pro Plus। দুটো ফোনই আগে চিনে লঞ্চ করে গেছিল।
এবার এটি ভারতে লঞ্চ করল আকর্ষণীয় ডিজাইন এবং ফিচার নিয়ে। দুটো ফোনই মিড রেঞ্জের ফোন।
Realme 11 Pro Plus ফোনটি এই এত কম রেঞ্জে প্রথমবার 200 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে এল। এই উন্নতমানের ক্যামেরার সাহায্যে গ্রাহকরা দুর্দান্ত ছবি তুলতে পারবেন, চাঁদের ফাটাফাটি ছবিও তোলা যাবে এটার সাহায্যে। Realme-ই প্রথম ব্র্যান্ড হল যা প্রথমবার তাদের কোনও ফোনে Moon মোড অফার করল, তাও আবার এমন ফোনে যেটা আদতেও কোনও Flagship ফোন নয়।
এর আগে এই ফাটাফাটি ক্যামেরার ফিচার আমরা প্রিমিয়াম ফোন Samsung Galaxy S23 Ultra, Vivo X90 সিরিজে দেখা গিয়েছিল। এবার সেটা এই সস্তার ফোনে এসে গেল।
Realme -এর তরফে এই দুটো মডেল আজই দেশে লঞ্চ করা হল। এর মধ্যে Realme 11 Pro ফোনটির 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 23,999 টাকা রাখা হয়েছে।
8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে এই ফোনের টপ মডেল অর্থাৎ যেখানে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে সেটার দাম রাখা হয়েছে 27,999 টাকা।
অন্যদিকে Realme 11 Pro Plus ফোনটির 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম রাখা হয়েছে 27,999 টাকা। আর 29,999 টাকায় 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে।
আরও পড়ুন: আগস্টেই আসছে OnePlus Fold, এই ফোন নিয়ে উন্মাদনার যে 5 কারণ না জানলেই নয়!
1. 2400X1080 পিক্সেলের রেজোলিউশন সহ 6.70 ইঞ্চির একটি ডিসপ্লে আছে এখানে।
2. MediaTek Dimensity 7050 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন।
3. অ্যান্ড্রয়েড 13 আছে এই ফোনে।
4. 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে।
5. ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে এখানে। প্রাইমারি ক্যামেরায় আছে 200 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
6. তিনটি রঙে উপলব্ধ হয়েছে এই ফোন। সিটি অব রাইসিং সান, সিটি অব গ্রিন ফিল্ড, স্টারি নাইট ব্ল্যাক।
7. এখানে কানেকটিভিটির জন্য আছে wifi, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি, ইত্যাদি।
1. এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে।
আরও পড়ুন: আজই ভারতে আসছে Realme 11 Pro সিরিজ, লঞ্চের আগেই জানুন কী হতে পারে দাম এবং ফিচার
2. MediaTek Dimensity 7050 প্রসেসর আছে এই ফোন।
3. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন।
4. এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। এখানে আছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
5. 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এখানে।