Realme 11 Pro সিরিজ ভারতে এসে গিয়েছে। এই সিরিজে থাকা দুই ফোন Realme 11 Pro এবং Realme 11 Pro Plus দুটোই মিড রেঞ্জের হলেও একগুচ্ছ ফাটাফাটি ফিচার দিচ্ছে। এই সিরিজের টপ মডেল হল Realme 11 Pro Plus।
এই ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন শাহরুখ খান। 30,000 -এর মধ্যে ফোন চাইলে এটাকে বেছে নিতেই পারেন। তবে কি জানেন ভারতীয় বাজারে এমন অনেক ফোন আছে যা এই ফোনটিকে বলে বলে টেক্কা দিতে পারবে। তালিকায় আছে IQOO, Redmi, Samsung -এর একগুচ্ছ ফোন।
এই ফোনে আছে 6.7 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে। এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ আছে 1080X2412 পিক্সেলের রেজোলিউশন। Mediatek Dimensity 7050 প্রসেসর আছে এই ফোনে।
12 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে। 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর আছে। আছে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
100W ফাস্ট চার্জিং সহ 5000 mAh ব্যাটারি আছে। এটার দাম 29,999 টাকা রাখা হয়েছে।
এখানে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন সহ AMOLED ডিসপ্লে আছে। 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ সহ MediaTek Dimensity 8200 প্রসেসর আছে এই ফোনে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর পাবেন এই ফোনে।
120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। এটার দাম 28,999 টাকা।
Redmi -এর ফোনে 2 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ সহ MediaTek Dimensity 1080 প্রসেসর আছে। এছাড়া এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর পেয়ে যাবেন। 1080X2400 পিক্সেলের রেজোলিউশন সহ একটা দুর্দান্ত OLED ডিসপ্লে তো আছেই।
এখানে 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে। 27,299 টাকায় কেনা যাবে এটা।
এই ফোনে AMOLED ডিসপ্লে আছে যেখানে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন পাবেন। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে Qualcomm Snapdragon 778G 5G প্রসেসর আছে এই ফোনে। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে, যেখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর পাবেন।
5000 mAh ব্যাটারি আছে 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ। এটার দাম পড়বে 24,999 টাকা।
আরও পড়ুন: 50MP ক্যামেরা সহ Redmi 12 লঞ্চ, 12 হাজার টাকার কম দামি এই ফোনে রয়েছে চোখ ধাঁধানো
এখানে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন সহ AMOLED ডিসপ্লে আছে। ট্রিপল ক্যামেরা আছে এই মিড রেঞ্জের ফোনে যেখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর আছে। 80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি পাওয়া যাবে এখানে।
12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ সহ MediaTek Dimensity 1300 প্রসেসর পাবেন এই ফোনে। এটার দাম 28,999 টাকা।
ট্রিপল রিয়ার ক্যামেরা যুক্ত এই ফোনে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর আছে। এখানে গ্রাহকরা 1080X2408 পিক্সেলের রেজোলিউশন সহ AMOLED+ ডিসপ্লে পাবেন। আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
MediaTek Dimensity 8200 প্রসেসর আছে এই ফোনে। Samsung এখানে একটি 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি দিয়েছে। 24,235 টাকায় কেনা যাবে এটি।