Realme -এর তরফে Realme 11 Pro সিরিজ অবশেষে ভারতে লঞ্চ করতে চলেছে। এই সিরিজে দুটো ফোনের মডেল থাকবে বলেই জানা গিয়েছে। এই দুটো মডেল হল Realme 11 Pro, Realme 11 Pro Plus।
এই দুটো ফোনই 5G পরিষেবা সাপোর্ট করে থাকে। ফোন দুটি আগেই চিনে লঞ্চ হয়ে গিয়েছিল। এবার সেটা ভারতে আসতে চলেছে। ফলে এই ফোনটির বিষয়ে একাধিক তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
কোম্পানির তরফে আরও বেশ কিছু নতুন ফিচার আরও প্রকাশ্যে আনা গিয়েছে। এবার লঞ্চের আগেই জানা গেল এই ফোনের দাম।
Realme 11 Pro ফোনটির দাম ভারতে 23,999 টাকা মতো রাখা হতে পারে। অন্যদিকে Realme 11 Pro Plus ফোনটির দাম দেশে 28,999 টাকা মতো হবে বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত চিনে Realme 11 Pro Plus ফোনটির 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ 2,099 RMB বা ভারতীয় মূল্যে প্রায় 24,900 টাকায় বিক্রি হচ্ছে। তাই এটা স্পষ্ট যে চিনের থেকে খুব বেশি দাম ভারতে রাখা হবে না। 30,000 টাকার মধ্যেই হবে এই ফোনের দাম।
1. Realme 11 Pro Plus ফোনটিতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে বলেই জানা গিয়েছে। এত কম দামের মধ্যে এই প্রথম কোনও ফোনে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে চলেছে।
আরও পড়ুন: Motorola Edge 40-কে টক্কর দিতে বাজারে হাজির Samsung Galaxy F54, ফিচারের নিরিখে সেরা কে?
2. এখানে লেদার ফিনিশ দেখা যাবে ফোনের পিছনে। সঙ্গে একটা বড় গোলাকার ক্যামেরা মডিউল থাকবে। এই ফোনের ফ্রেমে গোল্ডেন কনট্রাস্ট থাকবে সঙ্গে অফ হোয়াইট রঙের ব্যাক প্যানেল।
3. এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। বাকি দুটো ক্যামেরায় 8 এবং 2 মেগাপিক্সেলের দুটি সেন্সর থাকবে। ফ্রন্ট ক্যামেরায় 32 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকবে।
4. এছাড়া এখানে 6.7 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে থাকবে 120 Hz রিফ্রেশ রেট সহ।
5. MediaTek Dimensity 7050 প্রসেসর থাকবে এই ফোনে। এখানে 12 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ হবে।
6. 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি থাকতে পারে এই ফোনে।
1. এই ফোনে 100 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে।
2. AMOLED ডিসপ্লে থাকবে এই ফোনে। থাকবে HDR 10+ সাপোর্ট।
আরও পড়ুন: ভারতেই তৈরি হবে ইকো ফ্রেন্ডলি Nothing Phone 2! কীভাবে? দেখুন
3. MediaTek Dimensity 7050 প্রসেসর থাকবে এখানে।
4. 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 500 mAh ব্যাটারি থাকতে পারে।