Realme 11 Pro সিরিজের সঙ্গে Realme -এর তরফে একটি সস্তার ফোন লঞ্চ করা হল। এই ফোনটির নাম Realme 11। চিনে লঞ্চ হয়েছে এই ফোন।
এই ফোনে আছে 6.43 ইঞ্চির একটি Full HD সুপার AMOLED ডিসপ্লে। এখানে 90 HZ রিফ্রেশ রেট পাওয়া যাবে। সঙ্গে আছে MediaTek Dimensity 6020 প্রসেসর সহ 12 GB RAM।
এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে সঙ্গে 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি।
এই ফোনটি লঞ্চ হয়েছে কমলা রঙের মডেলে যেখানে লেদারের মতো ব্যাক ফিনিশ আছে। এটি অ্যান্টি ড্রপ এবং স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট।
1. 6.43 ইঞ্চির একটি Full HD সুপার AMOLED ডিসপ্লে আছে যেখানে 90 HZ রিফ্রেশ রেট, 2400X1080 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে। আছে 20:9 অ্যাসপেক্ট রেশিও। 1000 HZ টাচ স্যাম্পলিং রেট আছে এই ফোনের ডিসপ্লেতে সঙ্গে 1000 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস।
2. MediaTek Dimensity 6020 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন, সঙ্গে আছে Mali G57 MC2 গ্রাফিক্স প্রসেসর।
3. 8 GB RAM এবং 12 GB RAM মডেল পাওয়া যাবে সঙ্গে 256 GB ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে।
4. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন।
5. ডুয়াল সিম সাপোর্ট করে এটি।
6. ডুয়াল রিয়ার ক্যামেরা আছে LED ফ্ল্যাশ সহ। প্রাইমারি ক্যামেরায় আছে 64 মেগাপিক্সেলের সেন্সর আর তার সঙ্গে আছে 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের সেন্সর।
7. ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সুরক্ষার জন্য।
8. এই ফোনটি কালো এবং কমলা রঙে কেনা যাবে। এটির ওজন 183 গ্রাম।
9. কানেকটিভিটির জন্য এই ফোনে আছে 5G, 4G Volte, WiFi, ব্লুটুথ, GPS, USB টাইপ সি।
10. 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে।
এই ফোনটির দাম চিনে রাখা হয়েছে 1,599 YUAN। অর্থাৎ 18,940 টাকা ভারতীয় মূল্যে। এই দামে 8 GB RAM যুক্ত মডেল কেনা যাবে। আর 12 GB RAM যুক্ত মডেল কিনতে হলে দাম পড়বে 1,799 YUAN বা 21,305 টাকা মতো। 1 জুন থেকে এটি চিনে কেনা যাবে।