Realme 11 5G, Realme 11x 5G India Launch: স্টাইলিশ লুক এবং দুর্দান্ত ফিচার সহ আগামীকাল ভারতে আসলে রিয়েলমির আপকামিং ফোন
Realme এর আপকামিং ফোনগুলি Flipkart সাইট থেকে বিক্রি করা হবে
Realme-এর আপকামিং দুটি ফোন স্টাইলিশ ডিজাইন এবং স্পেসিফিকেশন সহ আনা হবে
এই দুটি ফোনে পাওয়ারফুল ক্যামেরা এবং ফাস্ট চার্জিং স্পিড প্রযুক্তি সাপোর্ট করবে
Realme 11 5G এবং Realme 11X 5G ফোনের লঞ্চ তারিখের ঘোষনা করে দিয়েছে সংস্থা। এই দুটি ফোনই ভারতে আগামীকাল অর্থাৎ 23 অগাস্ট দুপুর 12 টায় বাজারে আনা হবে। তবে লঞ্চের কিছু সময় আগেই কোম্পানি Realme 11 5G ফোনের প্রি-অর্ডার ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে। পাশাপাশি, Realme 11X 5G ফোনে ফ্ল্য়াশ সেল তারিখ এবং সময় সম্পর্কে তথ্য় দিয়েছে। এছাড়া, কোম্পানির তরফে দুটি স্মার্টফোনের লঞ্চ অফার সম্পর্কেও জানিয়ে দেওয়া হয়েছে।
Realme-এর আপকামিং দুটি ফোন স্টাইলিশ ডিজাইন এবং স্পেসিফিকেশন সহ আনা হবে। এছাড়া, এই দুটি ফোনে পাওয়ারফুল ক্যামেরা এবং ফাস্ট চার্জিং স্পিড প্রযুক্তি সাপোর্ট করবে। Realme এর আপকামিং ফোনগুলি Flipkart সাইট থেকে বিক্রি করা হবে। আসুন জেনে নেওয়া যাক, ফোনের আর কী কী ডিটেল পাওয়া গেছে।
কত দামে বিক্রি হবে Realme 11 Series
কোম্পানির তরফে এখনও পর্যন্ত আপকামিং ফোনের দাম সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়েনি, তবে অনুমান করা হচ্ছে যে এই দুটি রিয়েলমি ফোনগুলি 20,000 টাকার কম প্রাইসে ভারতে এন্ট্রি নেবে।
Glistening, glamorous, and gorgeous! The #realme11x5G with a 64MP Camera and 33W SUPERVOOC Charging, is the symbol of brilliance.
Launching on 23rd August, 12 noon. #LeapUpWith5G
Know more: https://t.co/Isu9Lf2ReQ pic.twitter.com/ACm4jE1ptv
— realme (@realmeIndia) August 19, 2023
Realme 11 5G এবং Realme 11x 5G ফোনে কী বিশেষ থাকবে
রিয়েলমি তরফে দুটি স্মার্টফোনের ক্যামেরার বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। ফোনের লঞ্চের আগেই সংস্থা জানিয়েছ দিয়েছে যে, Realme 11 5G ফোনটি 108MP রিয়ার ক্যামেরা সাপোর্ট সহ আনা হবে। ফোনের সাথে থাকবে 3X জুম সাপোর্ট।
Realme 11X 5G ফোনের কথা বললে, এর রিয়ারে দেওয়া হবে 64MP সেন্সর, যা AI টেকনোলজির সাথে মিলে কাজ করবে।
Double the dazzle, double the power! The #realme11Series5G, launching on 23rd August, 12 noon, is all you need to double up your game and take over the world!#DoubleAceDoubleLeap
Know more: https://t.co/Isu9Lf2ReQ pic.twitter.com/EHkFUToVI9
— realme (@realmeIndia) August 20, 2023
ক্যামেরা ডিপার্টমেন্টের পাশাপাশি, কোম্পানি তার দুটি মোবাইল ফোনের ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পর্কেও ডিটেল দিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে Realme 11 5G ফোনটি 67W SuperVOOK চার্জিং সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
কোম্পানি দাবি করছে যে এই ফোনটি 17 মিনিটে 0% থেকে 50% পর্যন্ত চার্জ হবে। এবার Realme 11X 5G ফোনের কথা বললে, এতে থাকবে 33W এর ফাস্ট চার্জিং সাপোর্ট।
Realme 11 5G ফোনের প্রি-অর্ডার, ব্যাঙ্ক অফার
গ্রাহকরা আপকামিং Realme 11 5G ফোনটি আগামীকাল অর্থাৎ 23 অগাস্ট দুপুর 1.15 থেকে Flipkart সাইটে প্রি-অর্ডার করতে পারবেন।
অফারের কথা বললে, কোম্পানি HDFC এবং SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে।
Realme 11X 5G ফোনের প্রি-অর্ডার, ব্যাঙ্ক অফার
এবার কথা Realme 11x 5G এর, লঞ্চের দিনই ফোনটি স্পেশাল ফ্ল্যাশ সেলে Flipkart সাইটে 5.30PM-8.00PM এর মধ্য়ে বিক্রি করা হবে। ফোনের উপর, 1000 টাকার HDFC এবং SBI কার্ড পেমেন্টে 1000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile