Realme 11 সিরিজে নতুন দুটো ফোন যুক্ত হল। Realme -এর তরফে নিয়ে আসা হল Realme 11 4G এবং Realme 11 5G মডেল দুটো। এই ফোন দুটি ভিয়েতনাম এবং তাইওয়ানে লঞ্চ করল যথাক্রমে।
Realme 11 4G ফোনটি MediaTek Helio G99 প্রসেসরের সাহায্যে চলবে। অন্যদিকে MediaTek Dimensity 6100+ প্রসেসরের সাহায্যে চলবে Realme 11 5G ফোনটি। দুটো ফোনেই একই ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং ফিচার আছে।
1. Realme 11 4G ফোনটিতে আছে পাঞ্চ হোল কাট আউট। এটি স্ক্রিনের বাঁদিক ঘেঁসে আছে। অন্যদিকে Realme 11 5G ফোনটির স্ক্রিনের মাঝখানে আছে পাঞ্চ হোল কাট আউট।
2. Realme 11 4G ফোনে তুলনায় ছোট ডিসপ্লে আছে। এখানে 6.4 ইঞ্চির একটি Full HD+ sAMOLED ডিসপ্লে আছে। এখানে 90 Hz রিফ্রেশ রেট এবং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাওয়া যাবে।
অন্যদিকে Realme 11 5G ফোনটিতে আছে 6.72 ইঞ্চির একটি বড় ডিসপ্লে বেটার ভিউয়িং এক্সপিরিয়েন্সের জন্য। এখানে 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। তবে এখানে মাত্র 680 নিটসের ব্রাইটনেস পাওয়া যাবে যেখানে Realme 11 4G তে 1000+ নিটসের ব্রাইটনেস আছে। এখানে কোনও স্ক্রিন প্রোটেকশন পাওয়া যাবে না 4G মডেলের মতো।
3. দুটো ফোনের গোলাকার ক্যামেরা আইল্যান্ড দুই রকমের। তবে সেখানে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরায় পাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। অর্থাৎ দুই ফোন দিয়েই ভালো মানের ছবি এবং ভিডিও তোলা যাবে
4. দুটো ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। তবে অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলবে Realme 11 4G আর Realme 11 5G -তে থাকবে অ্যান্ড্রয়েড 13।
5. MediaTek Helio G99 প্রসেসরের সাহায্যে চলবে Realme 11 4G ফোনটি। অন্যদিকে MediaTek Dimensity 6100+ প্রসেসর আছে Realme 11 5G -তে। দুটো ফোনেই 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি পাওয়া যাবে।
Realme 11 4G ফোনটির দাম VND 7,390,000 দিয়ে শুরু অর্থাৎ ভারতে এটার দাম পড়বে 23,655 টাকা। এই দামে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মডেল কেনা যাবে। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম VND 7,990,000 বা 27,738 টাকা। Realme 11 5G ফোনটির 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম তাইওয়ানে শুরু হচ্ছে TWD 8,990 বা 23,458 টাকা দিয়ে।