Realme 11 5G সিরিজটি একাধিক দেশে এমনকি ভারতে লঞ্চ করার পর এবার বিশ্ববাজারে নিয়ে আসা হতে চলেছে এটির নতুন মডেল। এবার বিশ্ববাজারে লঞ্চ করবে Realme 11 4G ফোনটি। কোম্পানির তরফে জানানো হয়েছে চলতি মাসের শেষের দিকে ভিয়েতনামে লঞ্চ হবে এই ফোন।
এই ফোন লঞ্চের আগেই জানুন এখানে কী কী ফিচার থাকবে, বা এর দাম কত হবে?
Realme -এর তরফে জানানো হয়েছে Realme 11 4G ফোনটি আগামী 31 জুলাই ভিয়েতনামে লঞ্চ করবে। এদিন সেখানে বিকেল সাড়ে 5টায় লঞ্চ করা হবে এই ফোন। একই সঙ্গে জানানো হয়েছে এই আসন্ন 4G ফোনটি গ্রাহকরা দুটো রঙে কিনতে পারবেন। এই রং দুটো হল সোনালি এবং কালো।
এখনও পর্যন্ত এই ফোনে কী কী ফিচার থাকবে সেটা কোম্পানির তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। কিন্তু কোম্পানি না জানলেও ফাঁস হওয়া তথ্য থেকে একাধিক খবর পাওয়া গিয়েছে এই ফোনে। টিপস্টার অভিষেক যাদব এই ফোনের একাধিক ফিচারের খোঁজ দিয়েছেন।
1. টিপস্টারের দেওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 6.4 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকবে। 90 HZ রিফ্রেশ রেট থাকবে এখানে।
আরও পড়ুন: Honor 90 India Launch: 200MP ক্যামেরা নিয়ে ভারতে আসছে অনারের নতুন ফোন? লঞ্চ কবে?
2. 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে এই ফোনে যার সাহায্যে উন্নতমানের ছবি তোলা যাবে। ফোন ফটোগ্রাফির জন্য আদর্শ হবে এই ফোন। সঙ্গে 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা থাকবে। সেলফি তোলার জন্য এখানে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে বলেই জানানো হয়েছে।
4. MediaTek Helio G99 প্রসেসরের সাহায্যে চলবে এটি, ফলে মোটের উপর ভালই পারফরমেন্স পাওয়া যাবে এখানে। থাকবে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, অর্থাৎ করতে হবে না স্টোরেজের চিন্তাও।
5. 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি পাওয়া যাবে এই ফোনে। ফলে চার্জিং স্পিড যে খুব বেশি এই ফোনে মিলবে এমনটা নয়। কিন্তু ব্যাটারি সাইজ স্ট্যান্ডার্ড হবে এটা স্পষ্ট।
6. এছাড়া এখানে নিরাপত্তার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB টাইপ সি পোর্ট, ব্লুটুথ থাকবে।
Realme 11 4G ফোনটি আদতে Realme 10 4G এর উত্তরসূরি হিসেবে লঞ্চ করবে। এই ফোনটি চলতি বছরের শুরুর দিকে লঞ্চ করেছিল। এখানে MediaTek Helio G99 প্রসেসর সহ 8 GB RAM ছিল। ফলে RAM বা প্রসেসরে ফারাক দেখা যাবে না নতুন ফোনে।
তবে Realme 10 4G ফোনটিতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, সেই তুলনায় Realme 11 4G ফোনের ক্যামেরা অনেকটাই ভাল হবে। এছাড়া পুরনো ফোনেও মাত্র 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি ছিল। সেখানে নতুন ফোনে 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: Realme Narzo 60 Vs Narzo 60 Pro: ফিচারঠাসা দুই রিয়েলমি ফোনের মধ্যে সেরা কে? দেখুন তুলনা
Realme 10 4G ফোনটি দেশে 13,999 টাকায় লঞ্চ করেছিল। এই দামে এটির 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যেত। অন্যদিকে টপ এন্ড মডেল অর্থাৎ যেখানে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে সেটার দাম 16,999 টাকা। তাই অনুমান করা হচ্ছে নতুন ফোনের দামও কম বেশি একই হবে।