2023 সালে আপনি নতুন ফোন কিনতে চান? বাজেট 15,000 টাকা? তাহলে বলি আপনি Realme বা Redmi ব্র্যান্ডের এই দুটি ফোনের থেকে একটি বেছে নিতে পারবেন। 15,000 -এর মধ্যে Realme 10 এবং Redmi 10 Power ফোন দুটি পেয়ে যাবেন। কিন্তু কোন ফোনে বেশি ভালো ফিচার মিলবে? কোন ফোনটি আরেকটির থেকে ভালো? আসুন দেখে নেওয়া যাক।
একদিকে আপনি Realme 10 ফোনটিতে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.4 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন। তেমনই Redmi 10 Power ফোনটিতে পাবেন 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে। এই ডিসপ্লেতে গ্রাহকরা পাবেন 2400X1080 পিক্সেলের রেজোলিউশন। ফলে দুটোর সাইজের দিকে দেখতে গেলে দ্বিতীয়টার ডিসপ্লে একটু বড়। তবে Realme 10 ফোনে সুরক্ষার জন্য পেয়ে যাবেন গোরিলা গ্লাস 5 এর সাপোর্ট। গ্রাহকরা এই ফোনটি দুটি রঙে পেয়ে যাবেন, ক্ল্যাশ হোয়াইট এবং রাশ ব্ল্যাক। অন্যদিকে Redmi 10 Power ফোনটি পাওয়ার ব্ল্যাক এবং স্পোর্টি অরেঞ্জ রঙে মিলবে।
Realme 10 ফোনটিতে গ্রাহকরা পেয়ে যাবেন 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এটি 1 TB পর্যন্ত বাড়ানো যাবে। MediaTek Helio G99 প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হবে। Redmi 10 Power কিন্তু এখানে বাজিমাত করে দিয়েছে। এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। অন্যদিকে এই ফোনে আছে Snapdragon 680 প্রসেসর।
Realme 10 ফোনটিতে গ্রাহকরা ডুয়াল ক্যামেরা পেয়ে যাবেন। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে। অন্যদিকে Redmi 10 Power ফোনটিতে গ্রাহকরা পেয়ে যাবেন একই ধরনের ক্যামেরা। এখানেও প্রাইমারি ক্যামেরাতে থাকবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফলে ক্যামেরার দিক থেকে দুটি ফোনে কোনও তারতম্য নেই।
আজকাল সব ফোনে যেমন ব্যাটারি পাওয়া যায়, এই দুটি ফোনেও ঠিক তেমন ব্যাটারি মিলবে। অর্থাৎ দুটি ফোনেই থাকবে 5000mAh ব্যাটারি। ফলে এই ফোন দুটিতে আপনি বেশ ভালই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন।
দেখুন ফিচার, স্পেসিফিকেশন সব একরকম। কিন্তু বাজেটে না পোষালে সবই গোল্লা! তাই দেখে নেওয়া যাক কোন ফোনের দাম কেমন। Realme 10 ফোনটির দাম 13,999 টাকা। Redmi 10 Power ফোনটির দামও 13,999 টাকা। ফলে আপনার বাজেট 15,000 টাকা হলে এই দুটি ফোনই পেয়ে যাবেন। এছাড়া Amazon বা Flipkart থেকে যদি কেনেন ব্যাংক অফার, বা এক্সচেঞ্জ অফার মিলিয়ে আরও বেশ কিছু টাকা ছাড় পাবেন। ফলে বুঝতেই পারছেন দুটি ফোনই সস্তায় পুষ্টিকর। এবার কোন ফোন কিনবেন সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত।