MediaTek Dimensity 1080 প্রসেসর থাকতে পারে এই ফোনে
Realme 10 series শীঘ্রই আত্মপ্রকাশ ঘটাতে চলেছে। জানা গিয়েছে এই সিরিজ জলদি চিনে লঞ্চ করবে। আগামী মাসের অর্থাৎ নভেম্বরের 5 তারিখ এই ফোনটি চিনে লঞ্চ করবে বলেই শোনা গিয়েছে। কিন্তু এখনও Realme সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
Realme 10 series এর সঙ্গে IQOO 11 সিরিজ লঞ্চ করতে পারে। IQOO হচ্ছে Vivo এর একটি সাব ব্র্যান্ড। এই সিরিজে দুটি ফোন থাকবে বলেই শোনা গিয়েছে, এই ফোন দুটি হল, IQOO 11 এবং IQOO 11 Pro।
Realme 10 series এ কটা ফোন লঞ্চ হবে?
জানা গিয়েছে Realme 10series এ মোট তিনটি ফোন লঞ্চ হতে চলেছে। এই তিনটি ফোন হল Realme 10, Realme 10 Pro এবং Realme 10 Pro+।
Realme 10 series এ কী কী ফিচার থাকবে?
Realme 10 Pro+ ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। যার মধ্যে প্রাইমারি ক্যামেরায় ইমেজ স্টেবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকতে পারে। সঙ্গে ডিসপ্লেতে থাকবে 120 HZ রিফ্রেশ রেট। 65W ফাস্ট চার্জিং এর সুবিধা থাকতে পারে এই ফোনে। Realme 10 Pro+ MediaTek Dimensity 1080 প্রসেসর থাকবে বলেই শোনা যাচ্ছে।
জানা গিয়েছে এই ফোনগুলো 4G এবং 5G দুটি কানেকশন সাপোর্ট করবে। 4G সাপোর্ট যুক্ত ফোনে অর্থাৎ Realme 10 4G তে থাকবে MediaTek Helio G99 প্রসেসর থাকতে পারে। অন্যদিকে এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি আছে। Realme 10এর 4G বা 5G মডেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যা থাকবে ফোনের সাইডে।
Realme 10 4G ফোনটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করতে পারে, এর একটি হল 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ, এবং 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। ক্ল্যাশ হোয়াইট এবং রাশ ব্ল্যাক রঙে এই ফোন লঞ্চ করতে পারে।
অন্যদিকে এই ফোনের 5G মডেলে থাকবে তিনটি ভ্যারিয়েন্ট, 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। হাইপার স্পেস, ডার্ক ম্যাটার, নেবুলা ব্লু রঙে এই ফোন লঞ্চ করতে পারে।