Realme তাদের পরবর্তী ফোন Realme 10 সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে এই ফোনটি 8 ডিসেম্বর লঞ্চ করবে ভারতে। তবে লঞ্চের আগেই এই ফোনের একাধিক ফিচার আনুষ্ঠানিক ভাবে হিন্ট দিয়ে প্রকাশ্যে আনা হল। জানা গিয়েছে Realme 10 সিরিজটিতে দুটি ফোন থাকবে, এই দুটি ফোন হল Realme 10 Pro এবং Realme 10 Pro+।
মাধব শেঠ, Realme India এর ভাইস প্রেসিডেন্ট Realme 10 Pro+ ফোনটির দাম কত হতে পারে সেই বিষয় টুইট করে একটি আভাস দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই ফোনের দাম 25,000 টাকার মধ্যেই রাখা হবে। তিনি এই টুইট এর সঙ্গে একটি ছোট ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা গেছে এই ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ কার্ভড ডিসপ্লে এবং একাধিক আকর্ষণীয় ফিচার থাকবে।
এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে রয়েছে Full HD+ রেজোলিউশন। Realme 10 Pro+ ফোনে কার্ভড ডিসপ্লে থাকবে যেখানে 120 HZ রিফ্রেশ রেট এবং 360 HZ টাচ স্যাম্পলিং রেট মিলবে।
এই ফোনটি পরিচালিত হবে MediaTek Dimensity 1080 প্রসেসরের সাহায্যে। এখানে একটি 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। ট্রিপল ক্যামেরা থাকবে এই ফোনের রিয়ার প্যানেলে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরায় থাকবে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য আছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এছাড়া এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 13, 5g এর সুবিধা। 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে।
এছাড়া এখানে মিলবে 6.7 ইঞ্চির একটি LCD ডিসপ্লে যেখানে আছে Full HD+ রেজোলিউশন। এই ডিসপ্লেতে 120 HZ রিফ্রেশ রেট মিলবে। এই ফোনের পারফরমেন্স পরিচালিত হবে Snapdragon 695 প্রসেসরের সাহায্যে। এখানে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে।
এই ফোনেও আছে ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় আছে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর সঙ্গে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর আছে। এছাড়া 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে সেলফি এবং ভিডিও কলের জন্য। অ্যান্ড্রয়েড 13, 5G সাপোর্ট রয়েছে এই ফোনে। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। এই ফোনে কনম মাইক্রো এসডি কার্ডের জায়গা নেই।