digit zero1 awards

Realme 10 Pro+ 5G ফোনের আজ প্রথম সেল, 17500 টাকা পর্যন্ত সস্তায় কেনার সুযোগ

Realme 10 Pro+ 5G ফোনের আজ প্রথম সেল, 17500 টাকা পর্যন্ত সস্তায় কেনার সুযোগ
HIGHLIGHTS

Realme 10 Pro+ 5G স্মার্টফোন আজ Flipkart থেকে বিক্রি করা হবে

Realme 10 Pro+ 5G ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে

Realme 10 Pro+ ফোনে তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে যার প্রাইমারি লেন্স 108 মেগাপিক্সেল

Realme 10 Pro+ 5G স্মার্টফোন সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। এই সেগামেন্টের এটি প্রথম স্মার্টফোন যা ফ্ল্যাগশিপ-লেভেলের 120Hz কার্ভড ভিশন ডিসপ্লে সহ আনা হয়েছে। এই ফোনের প্রথম বিক্রি আজ দুপুর 12টা থেকে ই-কমার্স সাইট Flipkart থেকে করা হবে। এছাড়া, ফোনে একগুচ্ছ অফার দেওয়া হচ্ছে। আসুন জেনে নেই Realme 10 Pro+ 5G-এর দাম, অফার এবং ফিচার।

Realme 10 Pro+ 5G দাম এবং অফার:

এই ফোনটি Flipkart এর পাশাপাশি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট realme.com এবং স্টোর থেকে কেনা যাবে। কোম্পানি ওয়েবসাইট থেকে এই ফোন কিনলে গ্রাহকরা 1,000 টাকার ফ্ল্যাট ছাড়ও পাবেন। এর সাথে নো কস্ট ইএমআই অফারও দেওয়া হবে। দামের কথা বললে, 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে। এছাড়া, 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেল 25,999 টাকায় কেনা যাবে। ফোনের সাথে 17,500 টাকা পর্যন্ত অফার দেওয়া হচ্ছে।

Realme-10-pro-plus

Realme 10 Pro+ এর স্পেসিফিকেশন

Realme 10 Pro+ ফোনে 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। ফোনে মিডিয়াটেক Dimensity 1080 প্রসেসরের সাথে Mali-G68 GPU এবং Standalone 5G দেওয়া।

Realme 10 Pro+ ফোনে তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে যার প্রাইমারি লেন্স 108 মেগাপিক্সেল, দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল মনোক্রোম দেওয়া। এতে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

Realme 10 Pro+ এ Android 13 সহ Realme UI 4.0 রয়েছে। ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে X-axis লিনিয়ার ভাইব্রেশন মোটরও রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo