Realme কিছুদিন আগেই তাদের নতুন ফোন Realme 10 4G বিশ্ব বাজারে লঞ্চ করেছে। না এখনও বেশিদিন হয়নি সেই ঘটনার। তবে ভারতে এখনও এই ফোনটি লঞ্চ করেনি। জানা গিয়েছে শীঘ্রই Realme 10 4G লঞ্চ করতে চলেছে ভারতে। টিপস্টার সুধাংশু আম্ভরে 91 মোবাইলসকে জানিয়েছেন যে এই ফোনটি শীঘ্রই ভারতীয় বাজারে আসতে চলেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে কোন কোন RAM এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোনটি ভারতীয় বাজারে আসতে চলেছে।
সুধাংশু আম্ভরের দেওয়া তথ্য অনুযায়ী Realme 10 4G ফোনটি ভারতে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হতে চলেছে। বেস ভ্যারিয়েন্টটিতে থাকবে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। এরপরের ভ্যারিয়েন্টটিতে মিলবে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর সেরা বা টপ ভ্যারিয়েন্টটিতে মিলবে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এর অর্থ হল Realme 10 4G ফোনের যে আরও দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে বিশ্ব বাজারে, 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সেই ভ্যারিয়েন্ট দুটি ভারতে লঞ্চ করবে না। বিশ্ব বাজারে Realme 10 4G ফোনটি মোট 5 স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করেছিল।
জানা গিয়েছে ভারতীয় বাজারে এই ফোনের দাম 15,000 টাকার আশপাশ থেকেই শুরু হবে। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটির দাম 15,000 টাকার মতো হতে পারে। অন্যদিকে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটির দাম 17,000 টাকার মতো হতে পারে। 20,000 টাকার আশপাশে দাম হবে টপ মডেলটির যেখানে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। তবে বিশ্ব বাজারে Realme 10 4G ফোনটির দাম শুরু হয় 229 ডলার বা প্রায় 18,700 টাকা থেকে। অন্যদিকে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটির দাম বিশ্ব বাজারে 299 ডলার বা 24,400 টাকা প্রায়। উল্লিখিত দামগুলো যদি ভারতীয় বাজারে বজায় থেকে তাহলে বিশ্ব বাজারের তুলনায় দেশে এই ফোনটি বেশ সস্তায় মিলবে।
Realme 10 4G ফোনটিতে মিলবে 6.4 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। এখানে 90 HZ রিফ্রেশ রেট সহ 2400X1080 পিক্সেলের রেজোলিউশন মিলবে। সঙ্গে থাকবে 1, 000 নিটসের ব্রাইটনেস। এই ফোনের টাচ স্যাম্পলিং রেট হবে 360 HZ। MediaTek Helio G99 প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে। Realme 10 4G ফোনটি চলবে অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে।
এছাড়া এই ফোনে 50মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে সঙ্গে 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা থাকবে ব্যাক প্যানেলে। ফ্রন্ট ক্যামেরায় থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফ্রন্ট ক্যামেরাটি ডিসপ্লের উপরের বাঁদিকে থাকবে। তাছাড়া ফোনটিতে গ্রাহকরা পেয়ে যাবেন 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000 mAh এর ব্যাটারি। টাইপ সি পোর্ট দিয়ে এই ফোন চার্জ দেওয়া যাবে।