Razer Phone2 য়ের বেঞ্চমার্কিং সাইট Antutu তে দেখে গেছে আর এর স্পেক্সের বিষয়েও খবর এসেছে
Gaming Phone Razer লঞ্চের আগেই খবরের শিরোনামে থাকছে। তবে এই ফোনটি ভারতে এসে জিওর মতন কোন চাঞ্চল্য সৃষ্টি করতে পারেনি। আর এবার জানা গেছে যে Razer তাদের একটি নতুন ডিভাইসের ওপর কাজ করছে আর এটি একটি নতুন মডেল হবে যা Razer Phone 2 হিসাবে লঞ্চ করা হবে।
এই ডিভাইসটিকে নিয়ে অনেক কিছু সামনে এসেছে কিন্তু এর ডিজাইন নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এবার আরও একবার এর কিছু স্পেক্স জানা গেছে যা Antutu তে লিক হয়েছে। আর এখানে এর স্পেক্সের বিষয়ে সঠিক তথ্য জানা গেলেও এই বিষয় এখনই কিছু নিশ্চিত ভাবে বলা যাবে না।
তবে যে এই ডিভাইসের যে সব স্পেক্স আসবে তা লেটেস্ট হবে সে বিষয়ে সন্দেহ নেই। আর এও জানা গেছে যে এই ডিভাইসে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার আর 8GB র্যাম পাবেন। আর এছাড়া এও হ তে পারে যে এই ডিভাইসটি 512GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হবে।
আর এই লিক থেকে এটা মনে হচ্ছে যে এই ডিভাইসটির স্ক্রিন রেজিলিউশান কোন ভাবে পরিবর্তন করা হয়নি আর এর মানে এই যে এই ডিভাইসে আপনারা সব কিছু দেখতে পারবেন কিন্তু এর স্ক্রিন কাওন ভাবে পরিবর্তন করা হয়নি।