Realme C1 য়ের দ্বিতীয় ফ্ল্যাশ সেল দুপুর 12টায় শুরু হবে

Realme C1 য়ের দ্বিতীয় ফ্ল্যাশ সেল দুপুর 12টায় শুরু হবে
HIGHLIGHTS

Realme C1 2019 য়ের দ্বিতীয় ফ্ল্যাশ সেল আজকে দুপুর 12 টায় শুরু হবে, এই ফোনটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে

Realme C1 2019 ফোনটি আজকে আরও একবার ফ্ল্যাশ সেলে কেনা যাবে। গত বছরের সেপটেম্বর মাসে আসল Relame C1 ফোনটি 2GB আর 16GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। আর এই স্মার্টফোনের দাম ছিল 6,999 টাকা। আর সম্প্রতি Relame C1 ফোনটি 2019 সালে লঞ্চ করা হয়েছে আর আজকে এই সেলের দ্বিতীয় সেল দুপুর 12টার সময়ে ফ্লিপকার্টে হবে।

এই সেল ফ্লিপকার্টে শুরু হবে। আর এই হ্যান্ডসেটটি ডিপ ব্ল্যাক আর ওশান ব্লু কালার অপশানে পাওয়া যাবে। আর Relame C1 ফোনটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন আর লঞ্চের সময়ে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 2GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,499 টাকা আর এর 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,499 টাকা। আর এই ফোনটি ক্রেডিড কার্ড আর ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে 600 টাকার ডিস্কাউন্টে কেনা যাবে।

Realme C1 (2019) ফোনটির স্পেসিফিকেশান

Realme C1 (2019) গত বছরের ফোনের থেকে খুব একটা আলাদা নয় প্রায় একই রকমের স্পেক্স অফার করে। আর এই স্মার্টফোনটিতে প্লাস্টিক বডি ডিজাইন দেওয়া হয়েছে আর এতে একটি বড় ডিসপ্লে আছে এই ফোনে 6.2ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1520×720 পিক্সাল। আর এই ফোনটি HD+ রেজিলিউশান অফার করে। আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9 । আর এই ফোনের টপে একটি নচ আছে।

এই স্মার্টফোনে আপনারা 450 SoC আর অ্যাড্রিনো 506 GPU আছে। আর এই ফোনের ক্যামেরার বিষয়ে যদি বলি তবে এই ফোনে আপনারা 13MP+2MP র ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে 5MP র সেলফি ক্যামেরা পাবেন। আর Relame C1 (2019) Wi-Fi , ব্লুটুথ আর GPS সাপোর্ট যুক্ত ফোন। আর এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর ColorsOS 5.2 তে কাজ করে।

Digit.in
Logo
Digit.in
Logo