৩৬০ ডিগ্রি ক্যামেরার সঙ্গে প্রথমবার বিশ্বের বাজারে এল স্মার্টফোন

Updated on 09-Mar-2017
HIGHLIGHTS

Protruely-র ডার্লিংই বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে ইন-বিল্ড ৩৬০ ডিগ্রি ক্যামেরা রয়েছে৷

আবার ৩৬০ ডিগ্রি ছবি নিয়েও বর্তমান প্রজন্মের আগ্রহ তুঙ্গে৷ তাই এবার বাজারে এল এমন এক স্মার্টফোন, যার ক্যামেরা বাকিদের থেকে এক্কেবারে আলাদা৷ কারণ মেগাপিক্সল ছাড়াও এর আরও একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে৷ ডার্লিং নামের হিরে বসানো ব্র্যান্ড নিউ স্মার্টফোনে রয়েছে ইন-বিল্ড ৩৬০ ডিগ্রি ক্যামেরা৷

Protruely-র ডার্লিংই বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে ইন-বিল্ড ৩৬০ ডিগ্রি ক্যামেরা রয়েছে৷ যদি এই ফোনের স্পেকস সম্পর্কে আসা যাক, হ্যান্ডসেটটিতে ১৩ এমপি বিশিষ্ট ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা রয়েছে৷ যাতে ছবি এবং ভিডিও তুলে সরাসরি ইউটিউব এবং ফেসবুকে শেয়ার করা যাবে৷ এছাড়া ক্যামেরার দু’দিকে সোনালী রঙের স্ট্র্যাপের উপর চারটি হীরে বসানো রয়েছে৷ আমেরিকান ডায়মন্ড নয়, সত্যিকারের হীরে৷

আরও দেখুন : নকিয়া এবং #HMD গ্লোবাল তার নতুন নকিয়া 3310 কে চালু করে..

৫.৫ ইঞ্চি ডিসপ্লের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ফুল এইচডি বিশিষ্ট৷ অর্থাৎ এই মডেলে তোলা ছবি ও ভিডিওর কোয়ালিটিও যে দুর্দান্ত হবে, সে নিয়ে কোনও সন্দেহ নেই৷ এছাড়া ৪ জিবি ব়্যামের ফোনটিতে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে৷ ৩৫৬০mAh পাওয়ারফুল ব্যাটারি যুক্ত হ্যান্ডসেটটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচারটিও৷

এই ফোনের দাম আইফোন ৭ প্লাসের থেকে কম৷ ভারতীয় মুদ্রায় ডার্লিংয়ের মূল্য ৮৬ হাজার টাকা৷ তবে হিরেহীন মডেলটির দাম অনেকটাই কম৷ ৩৩ হাজার টাকার বিনিময়েই মিলবে এই অভিনব ফিচার-যুক্ত ফোনটি৷

সোর্স

আরও দেখুন : জিও’র চমত্কার অফার, গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ জিবি ফ্রি ডেটা

আরও দেখুন : অ্যাপল আইফোন 7 ফোনে পাওয়া যাচ্ছে চমত্কার ডিসকাউন্ট

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :