৩৬০ ডিগ্রি ক্যামেরার সঙ্গে প্রথমবার বিশ্বের বাজারে এল স্মার্টফোন

৩৬০ ডিগ্রি ক্যামেরার সঙ্গে প্রথমবার বিশ্বের বাজারে এল স্মার্টফোন
HIGHLIGHTS

Protruely-র ডার্লিংই বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে ইন-বিল্ড ৩৬০ ডিগ্রি ক্যামেরা রয়েছে৷

আবার ৩৬০ ডিগ্রি ছবি নিয়েও বর্তমান প্রজন্মের আগ্রহ তুঙ্গে৷ তাই এবার বাজারে এল এমন এক স্মার্টফোন, যার ক্যামেরা বাকিদের থেকে এক্কেবারে আলাদা৷ কারণ মেগাপিক্সল ছাড়াও এর আরও একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে৷ ডার্লিং নামের হিরে বসানো ব্র্যান্ড নিউ স্মার্টফোনে রয়েছে ইন-বিল্ড ৩৬০ ডিগ্রি ক্যামেরা৷

Protruely-র ডার্লিংই বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে ইন-বিল্ড ৩৬০ ডিগ্রি ক্যামেরা রয়েছে৷ যদি এই ফোনের স্পেকস সম্পর্কে আসা যাক, হ্যান্ডসেটটিতে ১৩ এমপি বিশিষ্ট ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা রয়েছে৷ যাতে ছবি এবং ভিডিও তুলে সরাসরি ইউটিউব এবং ফেসবুকে শেয়ার করা যাবে৷ এছাড়া ক্যামেরার দু’দিকে সোনালী রঙের স্ট্র্যাপের উপর চারটি হীরে বসানো রয়েছে৷ আমেরিকান ডায়মন্ড নয়, সত্যিকারের হীরে৷

আরও দেখুন : নকিয়া এবং #HMD গ্লোবাল তার নতুন নকিয়া 3310 কে চালু করে..

৫.৫ ইঞ্চি ডিসপ্লের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ফুল এইচডি বিশিষ্ট৷ অর্থাৎ এই মডেলে তোলা ছবি ও ভিডিওর কোয়ালিটিও যে দুর্দান্ত হবে, সে নিয়ে কোনও সন্দেহ নেই৷ এছাড়া ৪ জিবি ব়্যামের ফোনটিতে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে৷ ৩৫৬০mAh পাওয়ারফুল ব্যাটারি যুক্ত হ্যান্ডসেটটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচারটিও৷

এই ফোনের দাম আইফোন ৭ প্লাসের থেকে কম৷ ভারতীয় মুদ্রায় ডার্লিংয়ের মূল্য ৮৬ হাজার টাকা৷ তবে হিরেহীন মডেলটির দাম অনেকটাই কম৷ ৩৩ হাজার টাকার বিনিময়েই মিলবে এই অভিনব ফিচার-যুক্ত ফোনটি৷

সোর্স

আরও দেখুন : জিও’র চমত্কার অফার, গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ জিবি ফ্রি ডেটা

আরও দেখুন : অ্যাপল আইফোন 7 ফোনে পাওয়া যাচ্ছে চমত্কার ডিসকাউন্ট

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo