আইফোন প্রেমীদের জন্য দুঃসংবাদ, ভারতে দাম বাড়ল আইফোনের

Updated on 19-Dec-2017
HIGHLIGHTS

iPhone 8 এর দাম এখন 66,120 টাকা (64 GB ভেরিয়েন্ট) আর 79,420 টাকা (256 GB ভেরিয়েন্ট) আর সেখানে iPhone 8 Plus এর দাম এখন হল 75,450 টাকা (64 GB ভেরিয়েন্ট) আর 88,750 টাকা (256 GB ভেরিয়েন্ট)

গত সপ্তাহে সরকার মোবাইল হ্যান্ডসেটের কাস্টম ট্যাক্স ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করে দিয়েছে, আর তার পরে দেশে স্মার্টফোন বিক্রেতাদের মধ্যে অ্যাপেল সবার আগে আইফোনের সমস্ত মডেলের দাম বাড়িয়ে দিয়েছে। আর এই তালিকায় iPhone SE’র নাম নেই। কারন কোম্পানি এই সেটটি তাদের ব্যাঙ্গালুরুর প্ল্যান্টে অ্যাসেম্বেল করায়।

রাজধানীর অ্যাপেল বিক্রেতারাও আইফোনের দাম বাড়ার খবরটির সত্যতা স্বীকার করেছে।

এবার iPhone X (64 GB ভেরিয়েন্ট) কিনতে চাইলে 92,430 টাকা দিতে হবে এর আগে এই ফোনটি 89,000 টাকায় পাওয়া যেত।

এর সেখানে এই ফোনটির 256 GB ভেরিয়েন্টটির দাম বেড়ে 1,05,720 টাকা হয়েছে যেখানে এই ফোনটি আগে 1,02,000 টাকায় কিনতে পাওয়া যেত।

iPhone 8 এর দাম এখন 66,120 টাকা (64 GB ভেরিয়েন্ট) আর 79,420 টাকা (256 GB ভেরিয়েন্ট) আর সেখানে iPhone 8 Plus এর দাম এখন হল 75,450 টাকা (64 GB ভেরিয়েন্ট) আর 88,750 টাকা (256 GB ভেরিয়েন্ট)।

 

Connect On :