ভারতের বাজারে এখন 5G ফোনের চাহিদা তুঙ্গে। আর সেটা যদি প্রিমিয়াম ফোন হয় তাহলে তো কথাই নেই! দেশের বাজারে এখন গ্রাহকদের চাহিদা অনুযায়ী একাধিক প্রিমিয়াম 5G ফোন আছে যেখানে দুরন্ত গতির স্পিড তো পাবেনই সঙ্গে আছে ভরপুর ফিচার। দেখুন পছন্দের তালিকায় কোন সেরা 6 প্রিমিয়াম 5G ফোনকে রাখতে পারেন।
এই ফোনে আছে শক্তিশালী MediaTek Dimensity 8200 প্রসেসর। এই ফোনের ব্যাটারি মাত্র 10 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। সঙ্গে আছে 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে।
ওজনও ভীষণই হালকা মাত্র 193 গ্রাম। এখানে অ্যান্ড্রয়েড 13 আছে। 90 FPS গেমিং -এর সুবিধা পাবেন এই ফোনে সঙ্গে আছে মোশন কন্ট্রোল।
এই ফোনের সাহায্যে গ্রাহকরা 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। সঙ্গে সুরক্ষার জন্য আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটির দাম 27,999 টাকা।
এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে যা ফিচার আছে সেটা যে কোনও বিপুল দামী ফোনেও পেয়ে যাবেন। এটি পরিচালিত Exynos 990 প্রসেসরের সাহায্যে।
120 Hz রিফ্রেশ রেট সহ 6.5 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ একটি 12 এবং একটা 8 মেগাপিক্সেলের সেন্সর আছে রিয়ার প্যানেলে। এখানে OIS এবং 3 গুণ জুমের সুবিধা পাওয়া যাবে।
ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি আছে। এই ফোনের দাম 29,999
এই ফোনটির দাম 34,999 টাকা। এখানে আছে 6.5 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। এখানে 90 HZ রিফ্রেশ রেট পেয়ে যাবেন।
OnePlus -এর এই ফোন পরিচালিত হয় Qualcomm Snapdragon 865 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে 8 মেগাপিক্সেল আরও একটু সেন্সর আছে এই ফোনে।
ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। 30W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4300 mAh ব্যাটারি আছে এই ফোনে।
এই ফোনে 5G পরিষেবার সঙ্গে পেয়ে যাবেন 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরার তিনটে সেন্সরে আছে 50 মেগাপিক্সেলের সেন্সর। এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পেয়ে যাবেন।
6.73 ইঞ্চির একটি কার্ভড ডিসপ্লে আছে এই ফোনে। অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে এই ফোন। Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এটির দাম 40,999 টাকা।
Snapdragon 865 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে এই ফোনে যার সাহায্যে দুর্দান্ত সব ছবি তোলা যায়।
6.55 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে আছে এখানে। 120 HZ রিফ্রেশ রেট পাবেন এই ফোনে। IP68 রেটিং রয়েছে অর্থাৎ এটি জল এবং ধুলো দুই প্রতিরোধ করবে।
নিরাপত্তার জন্য আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। গোরিলা গ্লাস রয়েছে এই ফোনের সুরক্ষার জন্য। গ্রাহকরা এই ফোনটি কিনতে পারবেন 56,999 টাকা দিয়ে।
এই ফোনটি গ্রাহকরা 79,999 টাকার বিনিময়ে কিনতে পারবেন। এখানে আছে Qualcomm Snapdragon 888 প্রসেসর সহ 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। Leica -এর ক্যামেরা আছে এখানে।
প্রাইমারি ক্যামেরায় পাবেন 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। 120 Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির একটি OLED ডিসপ্লে। তবে এখানে ব্যাটারি খুব ভাল নেই।
মাত্র 3300 mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। এখানে Dolby ভিশনের সুবিধা আছে। তবে মন্দের মধ্যে এই যে ফোনটা একটু ভারী।