Poco আজ 9 জানুয়ারি ভারতে তার নতুন Poco X7 Series স্মার্টফোন আনছে। পোকো এক্স7 সিরিজের আওতায় দুটি স্মার্টফোন Poco X7 এবং X7 Pro আনা হবে। ভারতে পোকো এক্স7 সিরিজ আজ বিকেল 5.30 টায় লঞ্চ করা হবে এবং মিড-রেঞ্জ দামে দুর্দান্ত ফিচার অফার করা হবে।
কোম্পানি আপকামিং স্মার্টফোন আসার আগে Poco X7 Pro 5G টিজ করা শুরু করেছে। প্রকাশ হয়েছে যে কোম্পানি পোকো এক্স7 সিরিজে একাধিক দুর্দান্ত ফিচার পাওয়া যাবে এবং এটি প্রিমিয়াম ডিজাইন সহ শক্তিশালী বিল্ড কোয়ালিটি সহ আসবে।
আরও পড়ুন: 50MP ক্যামেরা সহ Realme এর দুর্দান্ত স্মার্টফোনে বাম্পার ছাড়, 12 হাজার টাকা কম দামে কেনার সুযোগ
পোকো এক্স7 এবং পোকো এক্স7 প্রো ফোনের সঠিক দাম এখনও প্রকাশ হয়েনি। তবে কোম্পানির তরফে শেয়ার করা টিজার ছবি থেকে বোঝা যাচ্ছে যে প্রো মডেলটি 30,000 টাকার কম দামে ভারতে আসবে। টিপস্টার যোগেশ বরার দাবি করেছে যে আপকামিং ফোনের বেস মডেলের দাম 25,000 এবং 27,000 টাকার মাঝামাঝি হবে। যদি Poco X6 ফোনটি ভারতে 26,999 টাকার শুরু দামে আনা হয়েছিল।
পাশাপাশি, পোকো এক্স7 ফোনটি 20,000 টাকা এবং 22,000 টাকার মাঝামাঝি আসতে পারে।
ডিসপ্লে: পোকো এক্স7 5জি ফোনটি 1.5K 3D কার্ভড AMOLED ডিসপ্লে সহ আসবে। এটি 3000 নিট পিক ব্রাইটনেস, HDR10+ ডলবি ভিশন সাপোর্ট করবে। পাশাপাশি, পোকো এক্স7 প্রো মডেলে 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে।
প্রসেসর: পোকো এক্স7 ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্ট্রা চিপসেট থাকবে। প্রো মডেলটি ডাইমেনসিটি 8400 আল্ট্রা চিপসেট দেওয়া হবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ভেনিলা মডেলে 50MP Sony LYT600 মেইন ক্যামেরা সহ OIS+EIS থাকবে। এটি 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ পেয়ার করা হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 20MP সেলফি শুটার পাওয়া যাবে ফোনে। প্রো মডেলেও একই সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে তবে ক্যামেরা লেন্সে পার্থক্য হবে।
ব্যাটারি: পাওয়ার দিতে স্মার্টফোনে এক্স7 প্রো মডেলটি 6550mAh ব্যাটারি সহ আসবে। এটি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া ভেনিলা মডেলটি 5110mAh ব্যাটারি সাপোর্ট করবে।
আরও পড়ুন: Amazon Great Republic Day sale: অফারের ঝুড়ি নিয়ে এই দিন শুরু হচ্ছে বছরের প্রথম বড় অ্যামাজন সেল