POCO X6 Series: 64MP ক্যামেরা, HyperOS সহ নতুন পোকো সিরিজ ভারতে লঞ্চ, দাম 19 হাজার টাকার থেকে শুরু
পোকো ভারতে তার POCO X6 Series লঞ্চ করে দিযেছে
এই সিরিজের আওতায় দুটি স্মার্টফোন রয়েছে - POCO X6 এবং POCO X6 Pro
পোকোর এই দুটি স্মার্টফোন ভারতের প্রথম ডিভাইস যাতে Xiaomi-এর HyperOS ফিচার দেওয়া হয়েছে
চীনা স্মার্টফোন কোম্পানি পোকো ভারতে তার POCO X6 Series লঞ্চ করে দিযেছে। কোম্পানির এই দুটি স্মার্টফোনে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং Xiaomi-এর HyperOS অফার করেছে। এই সিরিজের আওতায় দুটি স্মার্টফোন রয়েছে – POCO X6 এবং POCO X6 Pro। পোকোর এই দুটি স্মার্টফোন ভারতের প্রথম ডিভাইস যাতে Xiaomi-এর HyperOS ফিচার দেওয়া হয়েছে।
Poco X6 Series এর কালার অপশন এবং দাম:
পোকো এক্স6 ফোনের দামের কথা বললে, এর 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা রাখা হয়েছে। এছাড়া, 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি 21,999 টাকায় কেনা যাবে। স্মার্টফোনটি মির র ব্ল্যাক এবং স্নোস্টর্ম হোয়াইট কালার ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে।
আরও পড়ুন: Reliance Jio ধামাকা অফার! এই দুটি প্রিপেইড প্ল্যানে মিলছে অতিরিক্ত ডেটা, আর থাকছে একগুচ্ছ সুবিধা
Be among the first to experience the POCO X6 Series by securing your order!
— POCO India (@IndiaPOCO) January 11, 2024
Pre-Booking start tonight at 8pm only on flipkart.#TheUltimatePredator #POCOX6series pic.twitter.com/1HZ1PYnVGE
পোকো এক্স6 প্রো ফোনের দামের কথা, এটি 8GB RAM+256GB স্টোরেজ মডেলটি 24,999 টাকায় বিক্রি হবে। পাশাপাশি, 12GB+512GB স্টোরেজ মডেলটি 26,999 টাকায় কেনা যাবে। এই ফোনটি তিনটি কালার অপশনে বিক্রি হবে- পোকো ইয়েলো, রেসিং গ্রে এবং স্পেকটার ব্ল্যাক।
এই দুটি স্মার্টফোন 16 জানুয়ারি থেকে ই-কমার্স সাইট Flipkart থেকে বিক্রি করা হবে। আপনি ICICI ব্যাঙ্কের ক্রেডিট, ডেবিট কার্ড এবং EMI পেমেন্টের মাধ্যমে এই স্মার্টফোনে 2,000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন৷
The beast is unleashed! I repeat, the beast is unleashed!😈
— POCO India (@IndiaPOCO) January 11, 2024
Early Access starts tonight at 8 pm.
First sale on @flipkart from 16th Jan at 12 noon.
Know More👉https://t.co/x1b9zfOtSI
#TheUtimatePredator #POCOX6series #POCOIndia #MadeOfMad #Flipkart pic.twitter.com/4IyOVkWxys
Poco X6 স্পেসিফিকেশন:
পোকো এক্স6 স্মার্টফোনে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এতে রিফ্রেশ রেট 120Hz এবং 1800 নিটস পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রটেকশন দেওয়া।
স্মার্টফোনটি Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসরে কাজ করবে।
ফোনের রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যার সাথে OIS সাপোর্ট সহ 64MP প্রাইমারি সেন্সর রয়েছে। এছাড়া এতে একটি 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 16MP ম্যাক্রো লেন্স রয়েছে৷
স্মার্টফোনে পাওয়ার দিতে রয়েছে 5100mAh ব্যাটারি যা 67W চার্জার সহ আসবে।
আরও পড়ুন: 50MP ক্যামেরা সহ Samsung Galaxy A05s স্মার্টফোনে বাম্পার ছাড়, জানুন নতুন দাম কত
Poco X6 Pro স্পেসিফিকেশন:
এই সিরিজের প্রো মডেলে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 1800 সাপোর্ট করে।
স্মার্টফোনটি MediaTek Dimensity 8300 Ultra প্রসেসরে চলবে।
X6 Pro-তে একটি 64MP প্রাইমারি ক্যামেরা রয়েছে যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে। এছাড়া থাকছে 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2MP ম্যাক্রো লেন্সের সাপোর্ট। এছাড়া এতে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর পাওয়া যাবে।
ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি রয়েছে যা 67W চার্জিং সাপোর্ট করে। এই দুটি ফোনই Xiaomi HyperOS এর উপর ভিত্তি করে লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
আরও পড়ুন: Moto G 5G (2024): দুর্দান্ত আপগ্রেডেড ফিচার নিয়ে আসছে নতুন ফোন! গিকবেঞ্চে হল স্পট
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile