POCO X6 Series: 12GB পর্যন্ত RAM, 64MP ক্যামেরা সহ নতুন স্মার্টফোনের বিক্রি শুরু, দাম 20 হাজার থেকে শুরু
পোকোর নতুন সিরিজে বিক্রি ই-কমার্স সাইট Flipkart থেকে করা হচ্ছে
প্রথম সেলে নতুন পোকো সিরিজটি 20 হাজার টাকার কম দামে কেনার সুযোগ রয়েছে।
POCO X6 Series কোম্পানি দুটি নতুন স্মার্টফোন Poco X6 এবং Poco X6 Pro নিয়ে এসেছে
স্মার্টফোন কোম্পানি পোকো সম্প্রতি বাজারে POCO X6 Series লঞ্চ করেছে। এই সিরিজে কোম্পানি দুটি নতুন স্মার্টফোন Poco X6 এবং Poco X6 Pro নিয়ে এসেছে। আজ পোকো এক্স 6 সিরিজের প্রথম সেল শুরু হয়ে গিয়েছে। আপনি যদি এই নতুন ফোনটি কিনতে চান তবে আসুন দাম, স্পেসিফিকেশন সমস্ত ডিটেল জেনে নেওয়া যাক।
Poco X6 Series এর বিক্রি
পোকোর নতুন সিরিজে বিক্রি ই-কমার্স সাইট Flipkart থেকে করা হচ্ছে। ফোনের বিক্রি আজ দুপুর 12 টায় শুরু হয়ে গিয়েছে। কোম্পানি ফোনের প্রথম সেলে গ্রাহক ICICI ব্যাঙ্ক ক্রেডিট, ডেবিট কার্ড এবং ইএমআই পেমেন্টে 2000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে।
Your time is now!😈
— POCO India (@IndiaPOCO) January 16, 2024
The #POCOX6Series sale is live.Get yours on @flipkart.
Know More👉https://t.co/Au8mwtjHJm#TheUltimatePredator #POCOX6Pro #POCOX6 #POCOIndia #POCO #MadeOfMad #Flipkart pic.twitter.com/4gxZJZ9QXj
Poco X6 সিরিজের দাম এবং অফার
দামের কথা বললে, প্রথম সেলে নতুন পোকো সিরিজটি 20 হাজার টাকার কম দামে কেনার সুযোগ রয়েছে।
প্রথম সেলে পোকো X6 5G ফোনটি ব্যাঙ্ক অফারের সাথে 19,999 টাকার শুরুর দামে কিনতে পারবেন। এছাড়া পোকো এক্স6 প্রো ফোনটি 24,999 টাকার শুরু দামে কেনার সুযোগ রয়েছে।
The beast is unleashed! I repeat, the beast is unleashed!😈
— POCO India (@IndiaPOCO) January 11, 2024
Early Access starts tonight at 8 pm.
First sale on @flipkart from 16th Jan at 12 noon.
Know More👉https://t.co/x1b9zfOtSI
#TheUtimatePredator #POCOX6series #POCOIndia #MadeOfMad #Flipkart pic.twitter.com/4IyOVkWxys
Poco X6 5G স্পেসিফিকেশন
পোকো স্মার্টফোনে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে অফার করা হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রটে দেওয়া।
ফোনটি কোয়ালকম কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 2 প্রসেসরে কাজ করে।
ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া। এতে 64MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং 16MP ম্যাক্রো লেন্স পাওয়া যাবে৷
পাওয়ার দিতে পোকো ফোনে 5100mAh ব্যাটারি যা 67W চার্জিং সাপোর্ট দেওয়া।
আরও পড়ুন: BSNL Plan: কম খরচে বেশি ভ্যালিডিটি এবং 40GB ডেটা, Airtel-Jio কে টেক্কা দিতে বাড়ল সুবিধা
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile