নতুন সিরিজের আওতায় Poco X6 এবং Poco X6 Pro লঞ্চ হতে পারে
মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে যে পোকো এক্স 6 প্রো ফোনটি Redmi Note 13 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে
Poco X6 Pro শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে। আপকামিং ফোনটি X-Series এর আওতায় আনা হবে। এই সিরিজটি বছরের শুরুতে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল। নতুন সিরিজের আওতায় Poco X6 এবং Poco X6 Pro লঞ্চ হতে পারে। তবে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চের বিষয়ে এখনো নিশ্চিত করেনি কোম্পানি।
মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে যে পোকো এক্স 6 প্রো ফোনটি Redmi Note 13 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। আসুলে, এই ফোনটি কোম্পানি সম্প্রতি চিনের বাজারে লঞ্চ করেছে। ফোনটি ভারতে হওয়া সম্পর্কে তথ্য পাওয়া গেছে যে ফোনটি BIS ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে।
আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল Vivo X100 Pro ফোনের আনবক্সিং ভিডিও! জেনে নিন ফিচার
ভারতে এই ফোনের লঞ্চ সম্পর্কে তথ্য পাওয়া গেছে যে ফোনটি BIS ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে হ্যান্ডসেটটি মডেল নম্বর 23122PCD1I সহ লিস্ট করা হয়েচে। তবে এখন ফোনের মনিকর লিস্ট করা হয়েনি। সম্প্রতি একই মডেল নম্বরের সাথে একটি স্মার্টফোন IMEI ওয়েবসাইটে দেখা গিয়েছে। এটি Poco X6 Pro হতে পারে বলে আশা করা হচ্ছে।
Redmi Note 13 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন Poco X6 Pro ফোনে কী থাকবে ফিচার
রেডমি ফোনটি 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট সহ আসে।
রেডমি নোট 13 প্রো ফোনের ফিচারের কথা বললে, এই ফোনে Snapdragon 7s Gen 2 প্রসেসর রয়েছে।
রেডমির এই ফোনে 200MP ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
এছাড়া, Poco X6 Pro ফোনের লিক ফিচার অনুযায়ী, এতে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ দেওয়া যেতে পারে। এছাড়া ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর থাকতে পারে। পোকোর এই ফোনে 5100mAH ব্যাটারি এবং 67W চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.