BIS সার্টিফিকেশনে দেখা মিলল POCO X6 Neo, শীঘ্রই ভারতে হবে লঞ্চ, জানুন কী থাকবে ফিচার। Tech News

BIS সার্টিফিকেশনে দেখা মিলল POCO X6 Neo, শীঘ্রই ভারতে হবে লঞ্চ, জানুন কী থাকবে ফিচার। Tech News
HIGHLIGHTS

Xiaomi শীঘ্রই ভারতীয় বাজারে তার নতুন Poco Smartphone লঞ্চ করতে চলেছে

আপকামিং ফোনটি Poco X6 সিরিজের আওতায় আসতে পারে

পোকো X6 নিও স্মার্টফোনটি BIS (Buro of Indian Standards) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে স্পট করা হয়েছে

Upcoming POCO Phone: Xiaomi শীঘ্রই ভারতীয় বাজারে তার নতুন Poco Smartphone লঞ্চ করতে চলেছে। কিছু রিপোর্ট অনুযায়ী, আপকামিং স্মার্টফোনটি ইন্ডিয়ান সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। আশা করা হচ্ছে যে আপকামিং ফোনটি Poco X6 সিরিজের আওতায় আসতে পারে। এছাড়া, সম্প্রতি একটি খবরে জানা গিয়েছিল যে আপকামিং ফোনটি Poco X6 Neo হতে পারে।

BIS সাইটে দেখা মিলল POCO X6 Neo

পোকো X6 নিও স্মার্টফোনটি BIS (Buro of Indian Standards) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে স্পট করা হয়েছে। আপকামিং স্মার্টফোনটি মডেল নম্বর হল “2312FRAFDI” এর সাথে লিস্ট করা হয়েছে। এই মডেল নম্বরটি অনকেটা Redmi Note 13R Pro (2311FRAFDC) এর মডেল নম্বর এর সাথে মিল রয়েছে। এর মানে হল যে POCO X6 Neo এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

Poco X6 Neo spotted on India's BIS certification, hinting at imminent launch: Here's what you need to know
POCO X6 Neo

আরও পড়ুন: 43-inch LED Smart TV কিনতে চান? 19,000 টাকা থেকে Amazon সাইটে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিল

BIS লিস্টিং থেকে আপকামিং ফোনের অন্যান্য কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এটি ভারতে খুব শীঘ্রই আসতে চলেছে। আগের রিপোর্টে ভারতীয় বাজারে Poco X6 Neo এবং Redmi Note 13R Pro ফোনের লঞ্চের বিষয় কথা বলা হয়েছিল। রেডমি নোট 13R প্রো সবেমাত্র চীনের বাজারে লঞ্চ করা হয়েছে।

Redmi Note 13R Pro ফিচার এবং স্পেসিফিকেশন

রেডমি ফোনে 6.67-ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে রয়েছে, যার ফুল HD+ রেজোলিউশন 2400 x 1080 পিক্সেল দেওয়া। ফোনের ডিসপ্লেতে 120Hz দেওয়া হয়েছে।

এই স্মার্টফোনে মিডিয়াটেক ডায়মেনশন 6080 SoC প্রসেসর রয়েছে। এটি 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা হয়েছে।

Redmi Note 13R Pro launched
Redmi Note 13R Pro

আরও পড়ুন: Jio এর দুর্দান্ত প্ল্যান, 30 দিনের জন্য OTT সুবিধা সহ আনলিমিটেড কলিং, হাই-স্পিড ডেটা, জানুন কত টাকার খরচে পাবেন?

ক্যামেরা সেটআপের জন্য, ফোনের পিছনে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। ফ্রন্টে 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ফোনে পাওয়ার দিতে 5000mAh এর একটি বড় ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

নতুন রেডমি ফোনটি Android 13-এ কাজ করে। এই ফোনে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি IR ব্লাস্টার রয়েছে।

আরও পড়ুন: Honor 100 এবং Honor 100 Pro স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশ ফাঁস, জানুন কবে হবে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo