Poco X6 Neo 5G First Sale: 108MP ক্যামেরা সহ শক্তিশালী পোকো স্মার্টফোন, আজ প্রথম সেলেই সস্তায় কেনার সুযোগ!
Poco X6 Neo স্মার্টফোনের প্রথম সেল অনলাইন শপিং সাইট Flipkart থেকে শুরু হবে
পোকোর এই ফোনটি প্রথম সেলে 1000 টাকার ব্যাঙ্ক অফারে কেনা যাবে
এতে 3X জুম সাপোর্ট সহ 108MP ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 প্রসেসর সহ দুর্দান্ত পারফরম্যান্স পাওয়া যাবে
POCO কোম্পানি গত সপ্তাহে ভারতে Poco X6 Neo 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। ফোনের প্রথম সেল অনলাইন শপিং সাইট Flipkart থেকে শুরু হবে। আজ অর্থাৎ 13 মার্চ দুপুর 12টায় এই ফোনটি প্রথমবার বিক্রি করা হবে। ফোনের ফিচারের কথা বললে, এতে 3X জুম সাপোর্ট সহ 108MP ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 প্রসেসর সহ দুর্দান্ত পারফরম্যান্স পাওয়া যাবে।
আপনি যদি মিড-রেঞ্জ প্রাইসে একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে এই ফোনের স্পেসিফিকেশন এবং ছাড় দেখে নিতে পারেন।
আরও পড়ুন: 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ সস্তা OPPO Phone হল ব্যাপক সস্তা! দেখে নিন আপনার বাজেটে কী হবে?
Poco X6 Neo 5G Deal and offer
The countdown is on!
— POCO India (@IndiaPOCO) March 17, 2024
Get ready to redefine Gen Z Xpression in the most epic way possible with the #POCOX6Neo5G #SleekNSxy
Sale starts tomorrow at 12:00 noon on @Flipkart
Know more👉https://t.co/O5uXYEXy5I#POCOIndia #POCO #MadeOfMad #Flipkart #Sale pic.twitter.com/KK5A4TB3au
পোকোর এই ফোনটি প্রথম সেলে 1000 টাকার ব্যাঙ্ক অফারে কেনা যাবে। বলে দি যে এই অফারটি Axis Bank ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে পাওয়া যাবে।
Poco X6 Neo 5G Price in India
এই ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে 8GB + 128GB এবং 12GB + 256GB তে কেনা যাবে। ফোনের 8GB RAM মডেলের দাম 15,999 টাকা। পাশাপাশি, 12GB RAM এর দাম 17,999 টাকা রাখা হয়েছে।
X6 Neo 5G Specification কী রয়েছে
ফোনে 6.67-ইঞ্চি ফুল HD+ 120Hz AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সহ আসে।
পারফরম্যান্সের জন্য পোকো ফোনে MediaTek Dimensity 6080 প্রসেসর অফার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য ফোনে 108MP+2MP রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। ফ্রন্টে রয়েছে 16MP সেলফি ক্যামেরা।
পাওয়ার দিতে এই ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Price Cut: 33 হাজার টাকা ছাড়ে Samsung 5G ফোন কেনার সুযোগ, 8GB RAM এবং 50MP ক্যামেরা রয়েছে
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile