digit zero1 awards

12 হাজার টাকার কম দামে কিনুন 108MP ক্যামেরা সহ POCO 5G ফোন

12 হাজার টাকার কম দামে কিনুন 108MP ক্যামেরা সহ POCO 5G ফোন
HIGHLIGHTS

Flipkart সেলে 108MP ক্যামেরা সহ Poco X6 Neo 5G ফোনটি বাম্পার অফার সহ কেনা যাবে

পোকো এক্স6 নিও ফোনটি 12000 টাকার কম দামে কেনা যাবে

প্রসেসর হিসেবে পোকো এক্স6 নিও 5জি ফোনে ডাইমেনসিটি 6080 চিপসেট দেওয়া

সস্তা দামের সেরা রিয়ার ক্যামেরা সহ স্মার্টফোন খুঁজছেন তবে Flipkart Monumental sale এ রয়েছে ধামাকা ডিল। ফ্লিপকার্ট মনুমেন্টার ডিলে 108MP ক্যামেরা সহ Poco X6 Neo 5G ফোনটি বাম্পার অফার সহ কেনা যাবে। পোকো এক্স6 নিও ফোনটি 12000 টাকার কম দামে কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক পোকো ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে এবং ফিচার কী রয়েছে।

Poco X6 Neo 5G ফোনের দাম এবং অফার

পোকো এক্স6 নিও 5জি ফোনটি 11,999 টাকায় ফ্লিপকার্ট মনুমেন্টাল সেলে লিস্ট করা হয়েছে। গ্রাহকরা HDFC কার্ড EMI পেমেন্টে 1500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া HDFC ক্রেডিট কার্ড পেমেন্টে 750 টাকার ছাড় দেওয়া হবে। যার পরে এই ফোনের দাম কমে 11,249 টাকা হয় যাবে।

আরও পড়ুন: একগুচ্ছ AI ফিচার, 12GB RAM সহ আসছে Nothing Phone 3, জানুন কবে হবে লঞ্চ

POCO-X6-Neo-5G-Offer

এছাড়া কোম্পানি পোকো ফোনে 7850 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস ছাড় পাওয়া যাবে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের উপর নির্ভর করবে।

পোকো এক্স6 নিও 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

কোম্পানি এই ফোনে 6.67-ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120Hz এর রিফ্রেশ রেট, 1000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

ফোনটি 12 জিবি পর্যন্ত LPDDR5x RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ আসে।

প্রসেসর হিসেবে ফোনে ডাইমেনসিটি 6080 চিপসেট দিচ্ছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনের রিয়ারে LED ফ্ল্যাশ সহ ডুয়ার রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 108MP মেইন লেন্স সহ একটি 2MP ডেপথ সেন্সর দেওয়া। সেলফি তোলার জন্য ফোনে 16MP ক্যামেরা রয়েছে।

পাওয়ার দিতে পোকো ফোনটি 5000mAh ব্যাটারি সাপোর্ট করে। এটি 33W ফাস্ট চার্জিং সহ আসে।

আরও পড়ুন: Jio এবং Airtel থেকে 1600 টাকা সস্তা BSNL এর নতুন রিচার্জ প্ল্যান, 365 নয় 425 দিন পর্যন্ত চলবে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo