POCO X5 Pro 5G: 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ এই ফোনের প্রথম সেল আজ, দাম জানুন

Updated on 13-Feb-2023
HIGHLIGHTS

Poco এর নতুন ফোন POCO X5 Pro 5G এর প্রথম সেল আজ অর্থাৎ 13 ফেব্রুয়ারি রাখা হয়েছে

POCO X5 Pro 5G ফোনের দাম 22,999 টাকা থেকে শুরু

POCO X5 Pro 5G ফোনে 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে

Poco এর নতুন ফোন POCO X5 Pro 5G এর প্রথম সেল আজ অর্থাৎ 13 ফেব্রুয়ারি রাখা হয়েছে। POCO X5 Pro 5G ফোনটি গত সপ্তাহে ভারতে লঞ্চ করা হয়েছে। POCO X5 Pro 5G ভারতের আগে গ্লোবাল লঞ্চ করা হয়েছিল। ফোনে রয়েছে Snapdragon 778G প্রসেসর এবং 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ডিসপ্লের সাথে 120 Hz এর রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে। 

POCO X5 Pro 5G ফোনে 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফোনে ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমসও সাপোর্ট দেওয়া রয়েছে। আসুন ফোনের অন্যান্য স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

POCO X5 Pro 5G দাম

পোকো এক্স5 প্রো 5জি ফোনের দুটি স্টোরেজ অপশন আনা হয়েছে। ফোনের 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 22,999 টাকা এবং 8 জিবি র‌্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজের দাম 24,999 টাকা রাখা হয়েছে। ফোনের বিক্রি ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে করা হচ্ছে।

https://twitter.com/IndiaPOCO/status/1622575333802221568?ref_src=twsrc%5Etfw

ফোনের সাথে ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে 2000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। কোম্পানি এক্সচেঞ্জ অফারে অতিরিক্ত 2,000 টাকা ছাড়ও দিচ্ছে। এছাড়াও, ICICI ব্যাঙ্কের গ্রাহকরা ফোন কেনার উপর 2,000 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। ফোনটি আজ দুপুর 12 টায় Flipkart থেকে কেনা যাবে। ফোনটি Astral Black, Horizon Blue এবং Poco Yellow কালার অপশনে আনা হয়েছে। 

POCO X5 Pro 5G স্পেসিফিকেশন

এই ফোনে গ্রাহকরা পাবেন 120 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.67 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে। এটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম এবং Snapdragon 778G প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে। এখানে মিলবে ডুয়াল টোন ফিনিশ। এখানে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। এই ফোনটি বেশ হালকা, ওজন মাত্র 181 গ্রাম। আর প্রস্থ হল 7.9 mm। 

একটি বিরাট আকারের ক্যামেরা মডিউল আছে যেখানে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এখানে। এছাড়া আছে একটি 8 এবং একটি 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরাতে আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর যার সাহায্যে সেলফি তোলা এবং ভিডিও কল করা যাবে। 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। ফলে দ্রুত এই ফোন ফুল চার্জ হতে পারবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :