ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া Poco X5 5G স্মার্টফোনটি ভারতে বিক্রি জন্য উপলব্ধ করা হয়েছে। ফোনটি আজ অর্থাৎ 21 মার্চ দুপুর 12টা থেকে বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে। Poco-এর এই লেটেস্ট স্মার্টফোনটি তার প্রথম সেলে খুব কম দামে কেনা যাবে।
এই ফোনের প্রথম সেলে একগুচ্ছ অফারের সাথে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। গ্রাহকরা Flipkart-এর মাধ্যমে ডিসকাউন্ট সহ Poco X5 কিনতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক, Poco X5 5G-তে কত ছাড় পাওয়া যাচ্ছে।
Poco X5 5G এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এর 6GB + 128GB-এর দাম 18,999 টাকা এবং 8GB + 256GB-এর দাম 20,999 টাকা। তবে, ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার সহ ফ্লিপকার্টে ফোনটি সস্তায় বিক্রি হচ্ছে।
লঞ্চ অফার হিসেবে ICICI ব্যাংকের গ্রাহকরা পাবেন 2,000 টাকার ছাড়। তবে এটার জন্য তাঁদের কার্ডের সাহায্যে কিনতে হবে। তাই আপনি যদি এই ফোন কিনতে চান তাহলে প্রথম সেলেই অর্ডার দেওয়া ভাল। 20,000 টাকার মধ্যে এই ফোন পেয়ে যাবেন।
1. এই ফোনে আছে 6.67 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। সঙ্গে এখানে কর্নিং গোরিলা গ্লাসের sybriha পাবেন। স্ক্রিন মিলবে 120 Hz রিফ্রেশ রেট এবং 240 Hz টাচ স্যাম্পলিং রেট। 1200 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস মিলবে এই ফোনে।
2. Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এখানে আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের দুটি ভ্যারিয়েন্টেই 5 GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল টার্বো RAM -এর সুবিধা আছে।
3. IP53 রেটিং আছে এই ফোনে। সঙ্গে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
4. অন্যদিকে ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আছে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। বাকি দুই ক্যামেরায় আছে 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। এখানে গ্রাহকরা HDR সহ নাইট মোড, AI সিন ডিটেকশন, ইত্যাদির সুবিধাও পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরাতে এই ফোনে আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর।
5. 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে মাত্র 22 মিনিটেই ফুল চার্জ হবে এই ফোন।