108 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে Poco X4 Pro 5G, জানুন কী থাকবে ফিচার এবং দাম

108 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে Poco X4 Pro 5G, জানুন কী থাকবে ফিচার এবং দাম
HIGHLIGHTS

Poco X4 Pro 5G স্মার্টফোনটি আগামী 28 ফেব্রুয়ারি Mobile World Congress (MWC) 2022-এ লঞ্চ হতে চলেছে

Poco X4 Pro 5G ফোনে Octa-core Snapdragon 695 চিপসেট থাকবে

ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি অনেকটা Redmi Note 11 Pro ফোনের মতো

 

Poco X4 Pro 5G স্মার্টফোনটি, Poco এর M4 Pro-এর পাশাপাশি, আগামী 28 ফেব্রুয়ারি Mobile World Congress (MWC) 2022-এ লঞ্চ হতে চলেছে। যদিও, লঞ্চের আগেই Poco X4 Pro 5G ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে বেশকিছু ইনফরমেশন লিক হয়ে গেছে। ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি অনেকটা Redmi Note 11 Pro ফোনের মতো। তাই অনেকেই মনে করছেন, আসন্ন Poco X4 Pro 5G একটি নতুন ডিজাইনে Redmi Note 11 Pro এর রিব্র্যা ন্ডেন্ড ভার্সান। এর আগেও Poco কোম্পানিকে একই জিনিস করতে দেখা গেছে, তাই এই লিক গুলি সত্যি হলেও হতে পারে।

Poco X4 Pro 5G এর স্পেসিফিকেশন এবং দাম

Poco X4 Pro 5G এর ইনফরমেশনগুলি Amazon France ওয়েবসাইট থেকে লিক হয়েছে। এই ওয়েবসাইটে Poco X4 Pro 5G ডিভাইসটির স্পেসিফিকেশনগুলি সম্পর্কে অনেক ডেটা দেওয়া আছে। লিক অনুযায়ী, ফোনটির সাইডটি ফ্ল্যাট এবং কর্ণারটি কার্ভড হবে। ফোনটিতে একটি ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে যার সেন্টারে একটি পাঞ্চ-হোল থাকবে। এছাড়াও, Poco X4 Pro-তে একটি বিশাল রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ এবং একটি LED ফ্ল্যাশ রয়েছে। ফোনটি 108-মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসবে।

রিপোর্ট অনুযায়ী, স্মার্টফোনগুলি blue, black এবং yellow রঙের অপশনগুলিতে পাওয়া যাবে। ডিভাইসটিতে 120Hz হাই রিফ্রেশ রেট সহ একটি 6.67-inch AMOLED ডিসপ্লে থাকতে পারে। Poco X4 Pro 5G-তে Octa-core Snapdragon 695 চিপসেট থাকবে বলে জানা গেছে।

Poco X4 Pro 5G ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 256GB অনবোর্ড স্টোরেজ সহ আসতে পারে। যদিও, অফিসিয়াল লঞ্চের সময় ফোনটির আরও ভেরিয়েন্ট দেখা যেতে পারে। ডিভাইসটিতে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকতে পারে। এছাড়া, ফোনটিতে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে। Poco X4 Pro 5G ফোনটি 5000mAh ব্যাটারি এবং 67W চার্জিং সাপোর্ট সহ লঞ্চ করতে পারে। শোনা যাচ্ছে যে, ফাস্ট চার্জিং-এ ডিভাইসটি প্রায় 41 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। Poco X4 Pro ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে চলবে।

Amazon France ফোনটির স্পেসিফিকেশন এর পাশাপাশি দামের কথাও জানিয়েছে। ওয়েবসাইটটির লিক অনুযায়ী, Poco X4 Pro 5G এর দাম হতে পারে 350 EUR, যা ভারতীয় মুদ্রায় প্রায় 30,000 টাকা।​

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo