Poco F4 5G লঞ্চ করার আগেই লিক হল Poco X4 GT ফোনের স্পেসিফিকেশন
Poco X4 GTতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 SoC ফিচার থাকবে
এই ফোন 120Hz এর রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লেও থাকবে
কিন্তু কবে পোকো X4 GT ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে তা এখনও অজানা
পোকো F4 5G (Poco F4 5G) ভারতে 23 জুন লঞ্চ হতে চলেছে। এই প্রিমিয়াম স্মার্টফোনটির পাশাপাশি পোকো তার X4 GT (Poco X4 GT) মডেলটির গোটা বিশ্বে লঞ্চ করার কথাটি কনফার্ম করেছিল। কিন্তু অফিসিয়াল লঞ্চের আগেই এমনকি F4 5G মডেলের লঞ্চের আগেই X4 GT মডেলের ডিজাইন, রেন্ডার, স্পেসিফিকেশন সব প্রকাশ্যে চলে এল। যদিও সেই ফোনটি ভারতের বাজারে কবে আসবে সেটা এখনও জানা যায়নি।
উইনফিউচারের একটি রিপোর্টে বলা হয়েছে পোকো X4 GT এর গ্লোবাল ভ্যারিয়েন্টটি আসলে Redmi Note 11 pro 5G এর একটা মডিফাইড ভার্সন। রেডমির এই ফোনটি এই বছরের শুরুতে চিনে লঞ্চ করেছে।
জানা যাচ্ছে, পোকো X4 GT (Poco X4 GT) ফোনে mediaTek Dimensity 8100SoC থাকবে। শুধু তাই নয়, রিপোর্ট অনুযায়ী এই ফোনে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে।
পোকো X4 GTতে 5080 mAh ব্যাটারি সহ 67W ফাস্ট চার্জিং এর সুবিধাও থাকছে। ফোনটির সামনে একটা ফ্ল্যাট ডিসপ্লে থাকবে উপরের মধ্যিখানে একটা Hole punch cutout সমেত। বেজেলগুলো প্রচণ্ড পাতলা এই ফোনের। এখানে 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আছে 120Hz রিফ্রেশ রেট সহ। Full HD+ রেজোলিউশন আছে 650 nits ব্রাইটনেস সমেত। কর্নিং গরিলা গ্লাস 5 এর একটি লেয়ার থাকবে ফোনের স্ক্রিনে।
ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে পোকো X4 GTতে। Relame স্মার্টফোনগুলোর মতোই ক্যামেরা মডিউলের ডিজাইন হবে এই ফোনের। এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, সঙ্গে 8মেগাপিক্সেল এর wide সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট ক্যামেরা থাকবে 20 মেগাপিক্সেলের। অ্যান্ড্রয়েড 12 প্রসেসর থাকবে MIUI 13 লেয়ার সমেত। ডুয়াল সিম সাপোর্ট করতে পারবে এই ফোন। 3.5mm এর একটি হেডফোন জ্যাক থাকবে। এর পাশাপাশি Wifi 802.11ac , ব্লুটুথ 5.2, NFC এর সুবিধাও থাকছে পোকো X4 GTতে। যদিও এই ফোনটি ভারতে কবে লঞ্চ করছে জানা যায়নি তবে পোকো F4 5G এই 23 জুন লঞ্চ হতে চলেছে ভারতে।