Poco F5 এবং Poco F5 Pro ফোন ভারতে আসছে 9 মে, লঞ্চের আগেই ইঙ্গিত মিলল দামের

Updated on 04-May-2023
HIGHLIGHTS

Poco স্মার্টফোন কোম্পানি তার নতুন Poco F5 Series আনতে চলেছে

Poco F5 Series এর গ্লোবাল লঞ্চও একই দিনে রাখা হয়েছে, তবে এই ইভেন্টে POCO F5 Pro স্মার্টফোন থাকবে

Poco F5 কোয়ালকম Snapdragon 7+ Gen 2 প্রসেসর সহ আসবে এবং ফোনটি Flipkart ওয়েবসাইট বিক্রি করা হবে

Poco স্মার্টফোন কোম্পানি তার নতুন Poco F5 Series আনতে চলেছে। কোম্পানির এই স্মার্টফোন ভারতে বাজারে 9ই মে লঞ্চ করা হবে। এই সিরিজের আওতায় দুটি ফোন Poco F5 এবং Poco F5 Pro আনা হবে। সম্প্রতি এই স্মার্টফোন সিরিজের লঞ্চ ডেট থেকে পর্দা উঠিয়েছে Poco।

Poco F5 Series এর গ্লোবাল লঞ্চও একই দিনে রাখা হয়েছে, তবে এই ইভেন্টে POCO F5 Pro স্মার্টফোন থাকবে। POCO F5 Pro চিন লঞ্চ হওয়া Redmi K60 ফোনের রিব্র্যান্ড ভার্সন হবে। ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 1 সহ আসবে বলে আশা করা হচ্ছে।

পোকো কোম্পানির তরফে এও ঘোষনা করা হয়েছে যে Poco F5 কোয়ালকম Snapdragon 7+ Gen 2 প্রসেসর সহ আসবে এবং ফোনটি Flipkart ওয়েবসাইট বিক্রি করা হবে। ভারতে শুধু Poco F5 লঞ্চ করা হবে।

POCO F5 কে Geekbench বেঞ্চমার্ক ডাটাবেসে দেখা গিয়েছিল। এখান থেকে জানা যায় যে ফোনটি Qualcomm Snapdragon 7+ Gen 2 প্রসেসর সহ লঞ্চ করা হবে। Poco এর আপকামিং Poco F5 ফোনটি, Redmi Note 12 Turbo এর রিব্র্যান্ড ভার্সন হতে পারে, যা চিনে চালু করা হয়েছে। ফোনটি 120Hz রিফ্রেশ রেট সহ একটি AMOLED ডিসপ্লে সহ আসবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, আপকামিং স্মার্টফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি থাকতে পারে। ফোনটি ট্রিপর রিয়ার সেটআপ সহ আসতে পারে, যেখানে 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল সেন্সর থাকবে।

Poco F5 এর দাম কত হবে

টিপস্টার Yogesh Brar একটি টুইটে POCO F5 ফোনের বেস ভ্যারিয়্যান্টেটি ভারতে কত দামে লঞ্চ করা হবে, সে বিষয় জানিয়েছে। এই ফোনের দাম 28,000 থেকে 29,000 টাকার মধ্যে হতে পারে। তবে এখন এটা পরিষ্কার নয় যে, ফোনের এই প্রাইস লঞ্চ অফারের সাথে নাকি আলাদা অফার দেওয়া হবে।

POCO ইন্ডিয়ার হেড হিমাংশু ট্যান্ডন ঘোষণা করেছেন যে POCO F5 দুটি কনফিগারেশনে লঞ্চ হবে – 8GB + 256GB এবং 12GB + 256GB।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :