Poco M5 4G ফোন 5000mAh ব্যাটারি সহ আগামী মাসে আসছে ভারতে, দাম 15000 টাকার মধ্যেই

Poco M5 4G ফোন 5000mAh ব্যাটারি সহ আগামী মাসে আসছে ভারতে, দাম 15000 টাকার মধ্যেই
HIGHLIGHTS

আসতে চলেছে Pocoর নতুন ফোন, Poco M5 4G

আগামী মাসেই, অর্থাৎ সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হবে এই ফোন

জানা গিয়েছে এই ফোনটির দাম 15,000 টাকার মধ্যেই হবে, থাকবে 6.58 ইঞ্চির একটি স্ক্রিন

Poco তাদের নতুন ফোন শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে আসন্ন ফোনটির নাম হল Poco M5 4G। আগামী মাসে, অর্থাৎ সেপ্টেম্বরেই ভারতে আসতে চলেছে এই ফোনটি। জানা গিয়েছে এই ফোনটির দাম 15,000 টাকার মধ্যেই হবে। তবে হ্যাঁ, এটার 128GB ভ্যারিয়েন্টটির দাম 15,000 টাকার বেশি হবে।

কী কী থাকবে এই ফোনে?

এই ফোনে থাকতে চলেছে 6.58ইঞ্চির একটি full HD+ ডিসপ্লে। AMOLED এর বদলে হয়তো LCD প্যানেল দেওয়া হবে এই ফোনে সঙ্গে থাকবে হাই রিফ্রেশ রেট, অর্থাৎ 120HZ এর রিফ্রেশ রেট থাকবে এই ফোনে। এছাড়া এই ফোনে Poco এর চিক লেদারের মতো ব্যাক ডিজাইন থাকতে পারে সমস্ত ধরনের কাস্টমারকে আকর্ষিত করার জন্য। জানা গিয়েছে সফটওয়্যার হিসেবে এই ফোনে থাকবে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম। সাইডে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই কানেকটিভিটি, ব্লুটুথ 5.0 এর সুবিধাও থাকবে বলে জানা গিয়েছে।

এছাড়া 6 GB RAM থাকতে পারে MediaTek G99 SoC এর সঙ্গে। অর্থাৎ এই ফোনটি গ্রাহকদের দারুন গেমিং এক্সপিরিয়েন্স দিতে চলেছে বলেই মনে করা হচ্ছে। Octa core processor UFS2.2 এবং LPDDR4X RAM সাপোর্ট থাকতে পারে Poco M5 4G ফোনে। এগুলো এই ফোনে থাকবে বলে মনে করা হচ্ছে এই কারণেই কিছুদিন আগে চিপসেট মেকার জানিয়েছিল যে G99 প্রসেসর গেমিং পারফরমেন্স ভাল করার চেষ্টা করছে বাজেট ফ্রেন্ডলি ফোনে।

poco m5 4g

Poco এমনিতেও দেশ জুড়ে একাধিক বাজেট ফ্রেন্ডলি ফোনের অপশন রেখেছে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে Poco M সিরিজের কথাই। Poco M4 5G এর দামই যেমন 10,999 টাকা, আর এর প্রো ভ্যারিয়েন্টটির দাম 11,999 টাকা। অর্থাৎ অল্প টাকায় ভাল ফোনের একাধিক অপশন দিচ্ছে Poco। আর আগামীতে আরও একটি নতুন বাজেট ফ্রেন্ডলি ফোন সেই তালিকায় যোগ হতে চলেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo