Xiaomi -এর তরফে কিছুদিন আগে নিয়ে আসা হয়েছে Redmi 12 5G। আর সদ্যই দেশে লঞ্চ হয়েছে Poco M6 Pro। দুটো ফোনের দামই কম বেশি এক।
দুটো ফোনেই 5G পরিষেবা সাপোর্ট করে, পাওয়া যায় দারুন পারফরমেন্স। কিন্তু বাজেটের মধ্যে কোন ফোনটি সেরা?
যদি খেয়াল করে দেখেন দেখবেন দুটো ফোনকেই অনেকটা এক দেখতে। যদিও খুঁটিনাটি কিছু পার্থক্য তো আছেই।
Poco এবং Redmi দুই ফোনেই আছে গ্লাস ব্যাক। তবে Poco M6 Pro ফোনটিতে ডুয়াল টোন ফিনিশ আছে। এখানে Poco -এর ব্র্যান্ডিং দেখা যায় ফোনের উপর দিকেই। এটি ফরেস্ট গ্রিন এবং পাওয়ার ব্ল্যাক রঙে কেনা যায়।
অন্যদিকে Redmi 12 5G ফোনটিও তিনটি রঙে কেনা যাবে, মুনস্টোন সিলভার, প্যাস্টেল ব্লু এবং জেড ব্ল্যাক রঙে।
Poco M6 Pro এবং Redmi 12 5G ফোন দুটির মধ্যে বেশ মিল আছে। দুটো ফোনেই Snapdragon 4 Gen 2 প্রসেসর আছে। অর্থাৎ দুই ফোনেই বেশ স্মুদ পারফরমেন্স পাওয়া যাবে।
এছাড়া দুই ফোনেই আছে 6.79 ইঞ্চির দুটি বড় Full HD+ ডিসপ্লে যেখানে 90 Hz রিফ্রেশ রেট পাবেন। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এখানে। ফলে ভালই ফোন ফটোগ্রাফি করা যাবে এটির সাহায্যে।
18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mah ব্যাটারি আছে Poco M6 Pro এবং Redmi 12 5G ফোনে। অর্থাৎ চার্জিং স্পিড বড় কম। তাহলে ভাবছেন পার্থক্য কোথায়?
Poco M6 Pro ফোনটি দুটো স্টোরেজ মডেলে কেনা যাবে। একটি মডেলে আছে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। আরেকটিতে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ।
অন্যদিকে Redmi এর ফোনে আছে তিনটি স্টোরেজ অপশন। এগুলো হল 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
Poco M6 Pro এবং Redmi 12 5G ফোন দুটোর ফিচারে যতই মিল থাক, দামে কিন্তু বেশ হেরফের আছে। Poco M6 Pro 5G ফোনটির 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ মডেল 10,999 টাকা থেকে কেনা যায়। Redmi 12 5G ফোনটির 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা।
আরও পড়ুন: Reliance Jio AGM 2023: অপেক্ষার শেষ, অগাস্টেই আসছে JioPhone 5G!
অন্যদিকে Poco M6 Pro -এর 6 GB RAM মডেল Redmi 12 -এর এক মডেলের তুলনায় 500 টাকা সস্তা। Redmi 12 5G মডেলের দাম 12,999 টাকা। Redmi 12 5G -এর 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 15,499 টাকা।
Poco M6 Pro 5G ফোনটি এখন কেবলই Flipkart থেকে কেনা যাচ্ছে। অন্যদিকে Redmi 12 5G ফোনটি Mi Home, Mi অনলাইন স্টোর, Amazon থেকে কেনা যাচ্ছে। ফলে কোনটা আপনার সুবিধা হবে সেটা এখন আপনি নিজের বেছে কিনে নিন।