Poco M6 Pro 5G ফোনটি লঞ্চ করল দেশে। শনিবার, 5 অগাস্ট এটি ভারতে লঞ্চ করেছে। বাজেট ফোন হিসেবে লঞ্চ করা Poco M6 Pro 5G ফোনটিতে আছে 90 Hz রিফ্রেশ রেট। এটি একটি 5G ফোন যে সেটা নাম থেকেই স্পষ্ট।
50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা আছে এই ফোনে, সঙ্গে 5000mAh ব্যাটারি পেয়ে যাবেন গ্রাহকরা। Flipkart থেকে কেনা যাবে এই ফোন।
Poco M6 Pro 5G ফোনটি দুটো স্টোরেজ মডেলে লঞ্চ করেছে। বেস মডেলে আছে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এটির দাম 10,999 টাকা।
অন্যদিকে 12,999 টাকার বিনিময়ে কেনা যাবে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল। Flipkart থেকে কেনা যাবে এই বাজেট ফোন। বিক্রি শুরু হবে 9 অগাস্ট থেকে। পাওয়ার ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন এই দুই রঙে কেনা যাবে এই ফোন
আরও পড়ুন: WhatsApp Short Video: হোয়াটসঅ্যাপে শর্ট ভিডিও রেকর্ড করে কাউকে পাঠাতে চান? দেখুন পদ্ধতি
1. Poco M6 Pro 5G ফোনটিতে 6.79 ইঞ্চির একটি বড় ডিসপ্লে রয়েছে কনটেন্ট দেখা থেকে গেম খেলার জন্য। এখানে ভিউয়িং এক্সপিরিয়েন্স যাতে মোটামুটি ভাল হয় তার জন্য আছে 90 Hz রিফ্রেশ রেট এবং 240 Hz টাচ স্যাম্পলিং রেট। গোরিলা গ্লাস 3 এর সুরক্ষা পেয়ে যাবেন এখানে।
2. Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন। ফলে বুঝতেই পারছেন দারুন স্মুদ পারফরমেন্স পাওয়া যাবে এখানে।
3. দুটো স্টোরেজ অপশন আছে এই ফোনের। একটিতে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। আরেকটি মডেলে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। তবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এটি 1 TB পর্যন্ত বাড়ানো যাবে।
4. ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। প্রাইমারি ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর আছে। LED ফ্ল্যাশের সুবিধাও পাবেন এখানে অন্ধকারে ছবি তোলার জন্য। ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর।
5. 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে। চার্জিং স্পিড কম হলেও ব্যাটারি সাইজ রোজকার কাজের জন্য ঠিকঠাক।
6. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই ফোন। এখানে 2 বছরের আন্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
7. জল এবং ধুলো প্রতিরোধ করার জন্য এখানে IP53 রেটিং রয়েছে এই ফোনে।